Virat Kohli

পিচের উপর চাকা লাগানো সিমেন্টের স্ল্যাবে অনুশীলন কোহলির, রোগ সারাতে বিশেষ পদ্ধতি বাঙ্গারের

সমস্যা মেটাতে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে অনুশীলন করছেন ভারতীয় ব্যাটার। সমস্যা কি মিটবে কোহলির?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৩১
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

অফ স্টাম্পের বাইরের সমস্যা কিছুতেই মিটছে না বিরাট কোহলির। বার বার একই ভাবে আউট হচ্ছেন। ব্যাটে রান নেই। বাধ্য হয়ে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে অনুশীলন করছেন ভারতীয় ব্যাটার। কোহলির রোগ সারাতে বিশেষ পদ্ধতিতে অনুশীলন করাচ্ছেন বাঙ্গার।

Advertisement

৩০ জানুয়ারি থেকে রেলওয়েজ়ের বিরুদ্ধে দিল্লির হয়ে রঞ্জি খেলতে নামবেন কোহলি। তার আগে মুম্বইয়ে বাঙ্গারের কোচিং ক্যাম্পে দেখা গিয়েছে কোহলিকে। সেখানে বিশেষ ধরনের অনুশীলন করেছেন কোহলি। পিচের উপর ৬ থেকে ১০ মিটার এলাকায় চাকা লাগানো সিমেন্টের একটি স্ল্যাব রাখা হয়েছে। ১৬ গজ দূর থেকে থ্রো-ডাউন দিয়েছেন বাঙ্গার। জোরে জোরে স্ল্যাবে বল মেরেছেন তিনি। সেখান থেকে বল আচমকা লাফিয়েছে। ঠিক যেন গুড লেংথে পড়ে বল লাফাচ্ছে।

অফ স্টাম্পের বাইরে গুড লেংথ থেকে আচমকা লাফানো বলে সমস্যা হচ্ছে কোহলির। সেই কারণে বার বার সেই একই জায়গায় বল ফেলেছেন বাঙ্গার। লাফিয়ে ওঠা বলে স্কোয়্যার কাট ও স্কোয়্যার ড্রাইভ মারার চেষ্টা করে গিয়েছেন কোহলি। ম্যাচে ওই রকম বল পেলে যাতে কোহলির কাছে শট মারার সুযোগ থাকে সেই কারণেই এ ভাবে অনুশীলন করানো হয়েছে।

Advertisement

এর আগেও কোহলির ব্যাটিং সমস্যা দূর করেছিলেন বাঙ্গার। ২০১৬ থেকে ২০১৮ সালে কোহলির সবচেয়ে ভাল ফর্ম গিয়েছিল। তার নেপথ্যে ছিলেন বাঙ্গার। ভারতীয় দলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও কোচ ছিলেন বাঙ্গার। কোহলির সঙ্গে তাঁর ভাল সম্পর্ক। অতীতেও বাঙ্গারের প্রশংসা করেছেন কোহলি। জানিয়েছেন, বাঙ্গার তাঁর টেকনিকের উন্নতিতে অনেক সাহায্য করেছেন। ফলে সমস্যার মাঝে সেই প্রাক্তনের কাছেই ছুটলেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement