WTC Final 2023

ইংল্যান্ডে গেলেও কেন বিশ্ব টেস্ট ফাইনালে খেলার সম্ভাবনা নেই যশস্বী, সূর্যের?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে ইতিমধ্যেই বাকি দলের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব। তবে ভারতের এই দুই ক্রিকেটারের ফাইনালে খেলার সম্ভাবনা নেই। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১৮:৪৯
Share:

ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে ইতিমধ্যেই বাকি দলের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব। তবে ভারতের এই দুই ক্রিকেটারের ফাইনালে খেলার সম্ভাবনা নেই। সৌজন্যে আইসিসির একটি নিয়ম।

Advertisement

দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়ে জোরকদমে প্রস্তুতি সারছেন দুই ক্রিকেটার। কিন্তু শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে তাঁদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই। কারণ আইসিসির কারণে বোর্ড যে ১৫ জন সদস্যের নাম দিয়েছে, সেই তালিকায় যশস্বী এবং সূর্যকুমার নেই। তাঁরা ইংল্যান্ডে গিয়েছেন রিজার্ভ ক্রিকেটার হিসাবে। ১৫ জনের দলে থাকলে তবেই প্রথম একাদশে সুযোগ পাওয়া সম্ভবত। রিজার্ভ ক্রিকেটারকে প্রথম একাদশে নেওয়া যায় না।

তা হলে কি কোনও ভাবেই প্রথম একাদশে খেলতে পারবেন না এই দুই ক্রিকেটার? সেই সুযোগও রয়েছে। যদি শেষ মুহূর্তে তাঁদের ১৫ জনের দলে নেওয়া হয় তা হলেই প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। তবে ইচ্ছে মতো তাঁদের ১৫ জনের দলে নেওয়া যাবে না। সেই দলের কোনও ক্রিকেটার চোট পেলে বা হঠাৎ অসুস্থ হয়ে গেলে তবেই রিজার্ভদের মধ্যে থেকে ক্রিকেটার নেওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement