T20 World Cup 2024

কেন এখনও ভিসা পেলেন না কোহলি? রোহিতদের সঙ্গে কেন আমেরিকায় গেলেন না বিরাট? প্রকাশ্যে কারণ

আইপিএলের এলিমিনেটরে বিদায় নিয়েছে তাঁর দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের কয়েক জন সদস্য আমেরিকার উদ্দেশে উড়ে গেলেও সেই দলে নেই বিরাট কোহলি। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৭:৫০
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

আইপিএলের এলিমিনেটরে বিদায় নিয়েছে তাঁর দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের কয়েক জন সদস্য আমেরিকার উদ্দেশে রওনা দিলেও সেই দলে নেই বিরাট কোহলি। এ বার জানা গেল, বোর্ডের কাছে বাড়তি ছুটি চেয়েছেন তিনি। কিছু দিন পরে আমেরিকা যাবেন। এর জন্য হয়তো বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলা হবে না তাঁর।

Advertisement

এক ওয়েবসাইটের দাবি, কোহলি আরও কিছু দিন বিশ্রাম চেয়েছেন। সে কারণেই ভিসার দিন ক্ষণও দেরি করে চেয়েছেন। শোনা যাচ্ছে, ৩০ মে আমেরিকার উদ্দেশে রওনা হবেন তিনি। ফলে ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলার সম্ভাবনা প্রায় নেই।

বোর্ডের এক কর্তা বলেছেন, “কোহলি আগে থেকেই আমাদের জানিয়েছিল যে দেরি করে দলের সঙ্গে যোগ দেবে। তাই জন্যই বোর্ডের তরফে ওর ভিসার দিন দেরি করে রাখা হয়েছে। ৩০ মে সকালের দিকে ওর রওনা হওয়ার কথা। বোর্ড সেই অনুরোধে রাজিও হয়েছে।”

Advertisement

শনিবার বিমানবন্দরে দেখা যায় ভারতীয় দলের সদস্যদের। সেখানে রোহিত, দ্রাবিড় ছাড়াও দেখা গিয়েছে যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, আরশদীপ সিংহের মতো ক্রিকেটারদের। বোর্ড সমাজমাধ্যমে তাঁদের ছবিও দিয়েছে।

২০১৩ সালের পর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল। রোহিত সেই ট্রফির খরা কাটাতে চান। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকে আর কখনও এই প্রতিযোগিতা জিততে পারেনি তারা। রোহিতের সামনে সুযোগ রয়েছে ধোনির সেই কীর্তি ছোঁয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement