শাকিব আল হাসান। ছবি: পিটিআই।
শুক্রবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন শাকিব আল হাসান। দলের বিপদের সময় বেশ কয়েকটি চার মেরে শুরুটা ভাল করলেও বেশি রান করতে পারেননি তিনি। তবে ব্যাট করার সময় তাঁকে অনবরত হেলমেটের স্ট্র্যাপ কামড়াতে দেখা গিয়েছে। কেন এই কাজ করেছেন শাকিব? উত্তর দিয়েছেন তাঁর সতীর্থ তামিম ইকবাল।
শুক্রবার ব্যাট করার সময় হেলমেটের স্ট্র্যাপ দাঁত দিয়ে কামড়ে ধরেছিলেন শাকিব। গোটা ইনিংসেই তাঁকে এই কাজ করতে দেখা যায়। সমর্থকেরা তখনই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে কেন এমন কাজ করছেন শাকিব।
ধারাভাষ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক এবং তামিম সেই প্রশ্নের উত্তর দেন। কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন শাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে অসুবিধা হতে পারে শাকিবের। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ বলে জানান কার্তিক। একই মত তামিমেরও। তিনি জানান, ব্যাট করার সময় শাকিবের মাথা এক দিকে হেলে থাকত। তা শোধরানোর জন্যই শাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রাখছেন।
দীর্ঘ দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন শাকিব। বছরের শুরুর দিকে লন্ডনে চোখের চিকিৎসককেও দেখিয়েছেন। তামিমের ধারণা, দৃষ্টি সরাসরি যাতে বোলারের দিকে থাকে তাই শাকিবকে স্ট্র্যাপ কামড়াতে দেখা গিয়েছে। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও একই কাজ করেছিলেন তিনি।
শুধু তাই নয়, বাংলাদেশের শাদমান ইসলামকেও একই কাজ করতে দেখা গিয়েছে এ দিন। তিনি শাকিবের বুদ্ধি থেকেই করেছিলেন কি না তা অবশ্য জানা যায়নি।