IPL 2025 Retention

পাঁচ বারের চ্যাম্পিয়ন নেতা এখন দলের প্রথম তিনেও নেই! রোহিত খুশি মুম্বইয়ের সিদ্ধান্তে?

টাকার হিসাবে মুম্বইয়ে প্রথম তিন জনের মধ্যে নেই রোহিত। তিনি চতুর্থ স্থানে। অধিনায়ক রোহিতের হাত ধরেই পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই। কিন্তু তাঁকেই প্রথম তিন জনের মধ্যে রাখল না দল। কেন এমন সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৩:০৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পাণ্ড্যের সঙ্গে রাখা হয়েছে যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এবং তিলক বর্মাকে। কিন্তু টাকার হিসাবে প্রথম তিন জনের মধ্যে নেই রোহিত। তিনি চতুর্থ স্থানে। অধিনায়ক রোহিতের হাত ধরেই পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই। কিন্তু তাঁকেই প্রথম তিন জনের মধ্যে রাখল না দল। কেন এমন সিদ্ধান্ত?

Advertisement

বৃহস্পতিবার ছিল রিটেনশনের শেষ দিন। আইপিএলের দলগুলি জানিয়ে দিয়েছে কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখবে। মুম্বই রোহিতকে রেখে দিলেও দিয়েছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা। তার থেকে বেশি টাকা পাবেন বুমরা (১৮ কোটি), হার্দিক (১৭ কোটি ৩৫ লক্ষ) এবং সূর্যকুমার (১৬ কোটি ৩৫ লক্ষ)। রোহিত বলেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আমি অবসর নিয়েছি। যে ক্রিকেটারেরা আন্তর্জাতিক স্তরে নিয়মিত খেলছে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। আমি এটাই বিশ্বাস করি।”

গত মরসুমে মুম্বই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে। এ বারেও তাঁকেই অধিনায়ক রাখা হয়েছে। রোহিত বলেন, “মুম্বই চেষ্টা করেছে মূল দলের ক্রিকেটারদের ধরে রাখতে। আশা করি নিলামে খুব ভাল দল গড়তে পারব আমরা। এমন ক্রিকেটার আমাদের প্রয়োজন যারা ম্যাচ জেতাতে পারবে। সঠিক পথে এগোতে হবে।”

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত মরসুমে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রোহিত মুম্বই ছাড়তে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু তা হয়নি। রোহিত বলেন, “আমি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনেক বছর খেলেছি। এখানে আমি আনন্দে আছি। গত দু’তিন বছর আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। সেটা এ বারে বদলানোর চেষ্টা করব। একে অপরকে সাহায্য করতে হবে। আশা করছি বদলে ফেলতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement