যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
দলে নেই যশপ্রীত বুমরা। ভারতীয় দলের প্রথম একাদশে নেই তিনি। মুম্বইয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বুমরার বদলে দলে নেওয়া হল মহম্মদ সিরাজকে। আকাশ দীপের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন তিনি।
শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্ট। মুম্বইয়ে সেই ম্যাচের টসের সময় রোহিত শর্মা জানালেন যে, বুমরা অসুস্থ। সেই কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এই টেস্টে বুমরা খেলবেন না। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। রোহিত যদিও বলেন, “বুমরা অসুস্থ। সেই কারণে সিরাজকে দলে নেওয়া হয়েছে।”
গত টেস্টে বাদ পড়েছিলেন লোকেশ রাহুল। মুম্বইয়েও দলে ফেরানো হল না তাঁকে। ভারত ভরসা রাখল সরফরাজ় খানের উপরেই। ওপেনিংয়ে অধিনায়ক রোহিতের সঙ্গে থাকবেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে ফিরেছেন শুভমন গিল। চার নম্বরে থাকবেন বিরাট কোহলি। উইকেটরক্ষক ঋষভ পন্থ রয়েছেন। দলে তিন স্পিনার রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।
বদল হয়েছে নিউ জ়িল্যান্ড দলেও বদল হয়েছে। তারা সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে। ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে নেই টিম সাউদি এবং মিচেল স্যান্টনার। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট হেনরি এবং ইশ সোধিকে। তাছাড়াও দলে রয়েছেন টম লাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, টম ব্লান্ডেল, অজাজ পটেল এবং উইলিয়াম ও'রোর্ক।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ় খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ।