ইংল্যান্ডের ওভালে অনুশীলনে কোহলি। ছবি: রয়টার্স
দু’বছর আগে প্রথম বার বিশ্ব টেস্ট ফাইনালে উঠেও নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছিল ভারত। আগামী বুধবার থেকে তারা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টানা দ্বিতীয় বার ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। এ বার কি তারা ট্রফিতে হাত ছোঁয়াতে পারবে? জানতে হলে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।
বিশ্ব টেস্ট ফাইনাল নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে অনেক উৎসাহ। অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে ফাইনালে উঠেছে। ভারত ছিল তার পরেই। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার তাদের বিরুদ্ধেই ট্রফি জয়ের লড়াইয়ে নামছে ভারত। সেই ম্যাচের যাবতীয় তথ্য তুলে ধরল আনন্দবাজার অনলাইন:
কবে থেকে শুরু ম্যাচ?
আগামী ৭ জুন, অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে ফাইনাল।
ক’টা থেকে শুরু হবে ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে ম্যাচ শুরু। স্থানীয় সময় সকাল ১০.৩০টা থেকে।
কোন বলে খেলা হবে?
ডিউক বলে। ইংল্যান্ডে খেলা হলে সাধারণত এই বলই ব্যবহার করা হয়ে থাকে। দেশের মাটিতে তারা খেলে এসজি বলে। অন্য দিকে, অস্ট্রেলিয়া অভ্যস্ত কোকাবুরা বলে খেলে।
কোথায় ম্যাচ হবে?
ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভাল স্টেডিয়ামে। বিশ্বকাপ-সহ অতীতে এই মাঠে ভারতের রেকর্ড বেশ ভাল।
ফাইনালে কি রিজার্ভ ডে থাকছে?
হ্যাঁ, একটি দিন থাকছে রিজার্ভ ডে হিসাবে। ১২ জুন পর্যন্ত খেলা গড়াতে পারে।
কোথায় দেখা যাবে ম্যাচ?
টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে খেলা দেখা যাবে। মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে এই ম্যাচ দেখা যাবে।