বুধবার অনুশীলনে রোহিত। ছবি: পিটিআই।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। বিরাট কোহলি প্রথম ম্যাচে নেই। তাই সব নজর রোহিত শর্মার দিকে, যিনি এই ফরম্যাটে ফিরছেন প্রায় দেড় বছর পর। এক দিনের বিশ্বকাপে চমক দেওয়া আফগানিস্তান মোটেই সহজ প্রতিপক্ষ নয় রোহিতদের কাছে। তবে শুধু প্রতিপক্ষই নয়, রোহিতদের লড়তে হবে আবহাওয়ার বিরুদ্ধেও।
ভারতের বেশির ভাগ জায়গার মতো মোহালিতে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রয়েছে প্রচণ্ড ঠান্ডা। শুধু মোহালি নয়, পঞ্জাব-সহ গোটা উত্তর ভারতই প্রবল ঠান্ডায় কাঁপছে। বুধবার অনুশীলনে নেমেই সেটা টের পেয়েছেন রোহিতেরা। প্রবল ঠান্ডায় ক্রিকেটারেরা জ্যাকেট, সোয়েটার, মাথায় মোটা টুপি পরে অনুশীলন করেছেন। ভারতের অন্যান্য মাঠে যা অচেনা। এত ঠান্ডার মধ্যে শেষ কবে ভারতকে খেলতে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না।
ম্যাচের দিন রাতেও প্রবল ঠান্ডার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার সময়ে তাপমাত্রা দশের নীচেই থাকবে। দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশের সামান্য উপরে উঠতে পারে। কিন্তু সূর্য ডুবলেই তাপমাত্রা হু হু করে নীচে নামবে। ম্যাচ শুরু হওয়ার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে ম্যাচ যত এগোবে তত ঠান্ডার প্রকোপ বাড়বে। শেষ হওয়ার সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিতেও নেমে যেতে পারে।
এ ছাড়া আরও একটি সমস্যা রয়েছে। ম্যাচের সময় বাধা দিতে পারে কুয়াশা। গত দু’-তিন দিনে কুয়াশা কিছুটা কম হলেও ম্যাচের দিন কী হবে তা আগে থেকে কেউই বলতে পারছেন না। প্রবল ঠান্ডার পাশাপাশি কুয়াশার বিরুদ্ধেও যুঝতে হবে রোহিতদের।
তবে পঞ্জাব ক্রিকেট সংস্থা (পিসিএ) সমস্যা মোকাবিলা করতে তৈরি। প্রধান পিচ নির্মাতা রাকেশ কুমার বলেছেন, “শীতকালে আমরা নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন করি। তবে সেগুলো হয় দিনের বেলায়। আশার কথা, গত দু-তিন দিন কুয়াশা কম পড়েছে। তবে কুয়াশার মোকাবিলা করতে আমরা বিশেষ ধরনের একটি রাসায়নিক মঙ্গলবার থেকেই দিচ্ছি। অতীতেও ব্যবহার করা হয়েছে এটি।”