Virat Kohli

Ravi Shastri: কোহলীর জায়গায় রোহিত নেতা হওয়ায় দলে কী প্রভাব পড়তে পারে, জানালেন শাস্ত্রী

ভারতের টি২০ দলের পরে এক দিনের দলের অধিনায়কত্বও গিয়েছে বিরাট কোহলীর। নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। অর্থাৎ এখন ভারতীয় দলে দু’জন অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ১৫:৩২
Share:

কোহলী-রোহিতের অধিনায়কত্ব নিয়ে কী বললেন শাস্ত্রী ফাইল চিত্র।

ভারতের টি২০ দলের পরে এক দিনের দলের অধিনায়কত্বও গিয়েছে বিরাট কোহলীর। নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। অর্থাৎ এখন ভারতীয় দলে দু’জন অধিনায়ক। তার ফলে দলে কী প্রভাব পড়তে পারে, বা আদৌ কোনও প্রভাব পড়তে পারে কি না তা জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

Advertisement

বুধবার সন্ধ্যায় বিসিসিআই জানিয়ে দেয়, কোহলীকে অধিনায়কত্ব থেকে সরানো হচ্ছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সংবাদমাধ্যমকে শাস্ত্রী জানান, কোহলী ও রোহিত দু’জনের মানসিকতা অনেকটা একই রকমের। তাই তাঁর মনে হয় না দলে এর কোনও খারাপ প্রভাব পড়বে।

শাস্ত্রী বলেন, ‘‘দু’জনের মানসিকতা, চিন্তা-ভাবনা অনেকটা একই রকম। আমি যখন ২০১৪ সালে দায়িত্ব নিয়েছিলাম তখন দলে এক জনই তারকা ছিল, মহেন্দ্র সিংহ ধোনি। তার পরে তারকা হয়ে ওঠার ক্ষমতা কোহলী ও রোহিতের মধ্যেই ছিল। এক সঙ্গে তারকা হয়ে ওঠা, বিদেশের মাটিতে গিয়ে জেতা, ভারতকে টেস্টের সিংহাসনে বসানোর মতো অনেক কিছুর সাক্ষী থেকেছে ওরা। তাই ওদের মধ্যে কোনও সমস্যা নেই। দলের ভালর জন্যই কাজ করবে ওরা।’’

Advertisement

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ভাল করবে বলে নিশ্চিত শাস্ত্রী। তিনি বলেন, ‘‘কোহলীর পরে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এক মাত্র রোহিতেরই ছিল। ও খুব ভাল ভাবে দলকে পরিচালনা করবে। সাদা বলের ক্রিকেটে রোহিতের অভিজ্ঞতা ওকে সাহায্য করবে। ফলে আলাদা আলাদা অধিনায়ক হলেও দলে কোনও খারাপ প্রভাব পড়বে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement