কোহলীকে নিয়ে কী বললেন পুজারা ছবি: টুইটার
দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কিছু ক্ষণ আগে জানা যায় পিঠের চোটের কারণে খেলতে পারছেন না বিরাট কোহলী। তাঁর জায়গায় অধিনায়ক হন লোকেশ রাহুল। এই খবর শোনার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না দলের অধিনায়ক। এই বিষয়ে আশার কথা শোনালেন চেতেশ্বর পুজারা।
জোহানেসবার্গে তৃতীয় দিনের খেলা শেষে পুজারা বলেন, ‘‘আমি বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি যে কোহলী প্রতি দিন একটু একটু করে উন্নতি করছে। খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি হয়তো বিসিসিসআই এই বিষয়ে কিছু জানাবে।’’
পিঠের ব্যথা অবশ্য চার বছর আগেও ভুগিয়েছিল ভারতের টেস্ট অধিনায়ককে। ২০১৮ সালে কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল কোহলীর। সারের সঙ্গে কথা এগিয়েছিল। সেই সময় হঠাৎ তাঁর পিঠে ব্যথা শুরু হয়। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দেন আগামী টেস্ট সিরিজ খেলতে চাইলে কাউন্টি না খেলে তাঁর বিশ্রাম নেওয়া উচিত। সেটাই করেন কোহলী।