রোহিত শর্মা। —ফাইল চিত্র
নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে রোহিত শর্মাদের সুযোগ ছিল বেঞ্চের ক্রিকেটারদের দেখে নেওয়ার। কিন্তু ভারতীয় দলে কোনও বদল হয়নি। আগের ম্যাচে যে ১১ জন খেলেছিলেন তাঁরাই এই ম্যাচে খেলছেন। ভারতের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে নিজেদের জয়ী দলে বদল করতে চাইছে না তারা। যে ১১ জন ক্রিকেটার দলকে সাফল্য এনে দিচ্ছেন তাঁদের উপরেই ভরসা রাখতে চাইছে ম্যানেজমেন্ট।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তের কোনও বিশেষ কারণ নেই। এই প্রতিযোগিতায় আমরা প্রথম ব্যাট করেও জিতেছি। আবার প্রথমে বল করেও জিতেছি। বেঙ্গালুরুতে রান হয়। প্রথমে ব্যাট করে বড় রান করতে চাইছি আমরা। আরও একটা সুযোগ পাচ্ছি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দেখে নেওয়ার।’’
তার পরেই রোহিত জানান দলে কোনও বদল করা হচ্ছে না। অর্থাৎ, যে ক্রিকেটারেরা ম্যাচের পর ম্যাচ জেতাচ্ছেন, তাঁদেরই আরও এক বার দায়িত্ব দিতে চাইছেন তিনি। প্রতিযোগিতার এই সময়ে এসে যে ভারসাম্য বদলে ফেলতে চাইছেন না রোহিতেরা, তা এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।