Bangladesh Cricket

ভাইয়েরা জিতলেও হার বাংলাদেশের দাদাদের! কেকেআরের প্রাক্তনের ব্যাটে পরাজয় মেহেদিদের

ভারতকে হারিয়ে বাংলাদেশের ছোটদের দল এশিয়া কাপ জিতলেও হারতে হল বড়দের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ হারল তারা। ২৯৫ রান করেও জিততে পারলেন না মেহেদি হাসান মিরাজেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৯
Share:
cricket

বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর ওয়েস্ট ইন্ডিজ়ের শারফেন রাদারফোর্ড। ছবি: সমাজমাধ্যম।

রবিবার যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে বাংলাদেশের ছোটদের দল। ভাইয়েরা জিতলেও হারতে হল দাদাদের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ হারল বাংলাদেশ। ২৯৫ রান করেও জিততে পারলেন না মেহেদি হাসান মিরাজেরা। কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া শারফেন রাদারফোর্ডের ব্যাটে হারলেন তাঁরা।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ড্র করার পরে এক দিনের সিরিজ় খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২৯৫ রান করে তারা। ওপেনার নাহিদ রানা ৬০ রান করে দলের ভিত গড়ে দেন। চার নম্বরে নেমে অধিনায়কের ইনিংস খেলেন মেহেদি। ৭৪ রান করেন তিনি। অভিজ্ঞ মাহমুদুল্লার অপরাজিত ৫০ ও জাকের আলির ৪৮ রান দলকে ৩০০-র কাছে নিয়ে যায়। রান পাননি সৌম্য সরকার ও লিটন দাস। দীর্ঘ দিন পর বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছিলেন সৌম্য। কিন্তু কাজে লাগাতে পারলেন না তিনি।

২৯৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজ়ের। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইস রান পাননি। তৃতীয় উইকেটে কেসি কার্টির সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক শাই হোপ। কার্টি ২১ রান করেন। হোপ করেন ৮৬ রান। ওয়েস্ট ইন্ডিজ়কে জেতান রাদারফোর্ড। গত বার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে নিজের প্রথম শতরান করলেন রাদারফোর্ড। মাত্র ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। মারেন সাতটি চার ও আটটি ছক্কা। তাঁকে সঙ্গ দেন জাস্টিন গ্রিভস। ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

দলকে জিতিয়ে রাদারফোর্ড জানিয়েছেন, পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার বলেন, “পরিশ্রম করে যেতে হবে। আমি সেটাই করেছি। জানতাম সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। সেটাই করেছি। খেলা শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলাম। সেটা পারিনি। তবে দলকে জেতাতে পেরে আমি খুশি।” এই হারের ফলে তিন ম্যাচের সিরিজ়ে ০-১ পিছিয়ে পড়ল বাংলাদেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement