West Indies Cricket

England vs West Indies: রুট অপমান করেছেন ওয়েস্ট ইন্ডিজকে! অভিযোগ ব্রেথওয়েটের

ব্রেথওয়েট বলেন, “আমি যদি ওয়েস্ট ইন্ডিজ দলের সাজঘরে থাকতাম, তা হলে যথেষ্ট অপমানিত বোধ করতাম। মাত্র এক ঘণ্টা বাকি, ক্রিজে দু’জন সেট ব্যাটার, পিচে কোনও প্রাণ নেই, তার পরেও ইংল্যান্ড মনে করছে তারা ছয় উইকেট ফেলতে পারে, এটা অপমানজনক আচরণ।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৭:২৮
Share:

জো রুট। —ফাইল চিত্র

দুই দলের কাছেই প্রায় সুযোগ নেই ম্যাচ জেতার, কিন্তু তবুও খেলা চালিয়ে যাচ্ছেন জো রুট। এতেই অপমানিত কার্লোস ব্রেথওয়েট। তাঁর মতে আরও আগেই খেলা বন্ধ করে দেওয়া উচিত ছিল।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৮৬ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। ৬৭ রানে ৪ উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে দলের হাল ধরেন এনক্রুমাহ বনার এবং জেসন হোল্ডার। ২৩৯ বল খেলেন তাঁরা। ৮০ রান যোগ করেন হোল্ডাররা। কিন্তু ইংল্যান্ড শেষ পাঁচ বলের আগে অবধি অপেক্ষা করে ৬ উইকেট ফেলার।

Advertisement

ব্রেথওয়েট বলেন, “আমি যদি ওয়েস্ট ইন্ডিজ দলের সাজঘরে থাকতাম, তা হলে যথেষ্ট অপমানিত বোধ করতাম। মাত্র এক ঘণ্টা বাকি, ক্রিজে দু’জন সেট ব্যাটার, পিচে কোনও প্রাণ নেই, তার পরেও ইংল্যান্ড মনে করছে তারা ছয় উইকেট ফেলতে পারে, এটা অপমানজনক আচরণ।”

জো রুটের আচরণ নিয়ে প্রশ্ন তোলার পর ব্রেথওয়েট বলেন, “অ্যাশেজ সিরিজ হলে ইংল্যান্ড এটা করতে পারত? ভারত, নিউজিল্যান্ড বা পাকিস্তানের বিরুদ্ধে এই আচরণ করতে পারত ইংল্যান্ড? আমার মনে হয় পারত না। আমাদের বিরুদ্ধে তা হলে এমন আচরণ কেন?”

Advertisement

১৬ মার্চ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে নিজেদের প্রমাণ করে দিতে বলছেন ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ দলের উদ্দেশে তিনি বলেন, “দেখিয়ে দাও যে ইংল্যান্ডের থেকে ভাল দল তোমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement