Rahul Dravid

Rahul Dravid: আট মাসে ছয় অধিনায়ক! দারুণ মজা পাচ্ছেন দ্রাবিড়

আট মাসে আগে কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়। কেমন তাঁর অভিজ্ঞতা? রবিবার ম্যাচের আগে সে কথাই জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ২০:০৪
Share:

রাহুল দ্রাবিড়। ফাইল ছবি।

রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের সাজঘরে ফিরে আসার অভিজ্ঞতা কেমন? ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে নিজেই সে কথা জানালেন ঋষভ পন্থদের হেড স্যর।

Advertisement

দ্রাবিড় বলেছেন, ‘‘কোচের কাজটা বেশ উত্তেজনার। দারুণ মজা হচ্ছে। একই সঙ্গে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জেরও। আট মাসে আমি ছয় জন অধিনায়ককে পেয়েছি। দায়িত্ব নেওয়ার সময় আমার এমন পরিকল্পনা ছিল না।’’ বলেই হেসে ফেলেছেন দ্রাবিড়।

কেমন এমন হল? দ্রাবিড় বলেছেন, ‘‘আসলে খেলার সংখ্যা অনেক বেড়েছে। করোনার প্রভাবও আছে। তাই আমাকে বেশ কয়েক জন অধিনায়ককে নিয়ে কাজ করতে হচ্ছে। ব্যাপারটায় একটা মজা আছে। অনেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরাও এক সঙ্গে অনেক নেতাকে তৈরি করে নিতে পারছি।’’

Advertisement

কিছু দিন অন্তর বদলে যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক। কাজ করতে সমস্যা হচ্ছে না? দ্রাবিড় বলেছেন, ‘‘না। আমরা ক্রমশ ভাল করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জনকে নিয়ে চেষ্টা করেছি গত আট মাস ধরে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তু আমাদের ফল ভালই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠছে।’’

ভারতীয় ক্রিকেটে একের পর এক জোরে বোলার উঠে আসায় বেশ খুশি ভারতীয় দলের কোচ। দ্রাবিড় বলেছেন, ‘‘আইপিএলে আমরা কয়েক জন প্রতিভাবান জোরে বোলার পেয়েছি। কয়েক জনের গতি তো দুর্দান্ত। অনেক তরুণ তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে। অনেকেই ভাল। পুরো ব্যাপারটা ভারতীয় ক্রিকেটের জন্যও দারুণ।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement