জিম্বাবোয়ে সফরে ভারতের নেতৃত্বে রাহুল। ফাইল ছবি।
বাংলাদেশকে এক দিনের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী জিম্বাবোয়ের কোচ ডেভ হাউটন। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তাঁর হুঁশিয়ারি, লোকেশ রাহুলদের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
১৮ অগস্ট থেকে শুরু হবে ভারত-জিম্বাবোয়ে এক দিনের সিরিজ। তার আগেই ভারতীয় দলকে সতর্ক করে দিলেন জিম্বাবোয়ের কোচ। তাঁর বার্তা, জিম্বাবোয়েকে হালকা ভাবে নিলে মূল্য চোকাতে হবে ভারতীয় দলকে। ভারতের বিরুদ্ধে ভাল খেলতে পারলে ক্রিকেটবিশ্বে গুরুত্ব বাড়বে। এ কথা বলে তাতাচ্ছেন দলের ক্রিকেটারদের। হাউটন বলেছেন, ‘‘ছেলেদের বলেছি ভারতের সফর আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে ভাল রান করতে পারলে বা ভাল ফল করতে পারলে আমাদেরই লাভ। আমরা শুধু ম্যাচ খেলার সংখ্যা বাড়াতে বা কাছ থেকে ভারতের খেলা দেখতে চাই না। ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আমরা। আমার বিশ্বাস তিনটে ম্যাচেই ছেলেরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে।’’
ভারতকে সমীহ করলেও বাড়তি গুরুত্ব দিতে নারাজ জিম্বাবোয়ের কোচ। রেগিস চাকাভাদের কোচ বলেছেন, ‘‘গত কয়েক বছরে ভারতীয় দলের প্রচুর খেলা দেখেছি। আইপিএলও দেখেছি। আমরা জানি ভারত একটা-দু’টো নয়, চারটে দল তৈরি করতে পারে। ওরা যে দলই জিম্বাবোয়েতে পাঠাক সেটা শক্তিশালী এবং অভিজ্ঞ। ওরা প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলে। সন্দেহ নেই আমাদের কাজ কঠিন।’’
ছ’বছর পর জিম্বাবোয়েতে এক দিনের সিরিজ খেলবে ভারত। আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের এই সিরিজ। ১৩ দলের লিগে জিম্বাবোয়ে রয়েছে ১২ নম্বরে। শেষ ১৫টি এক দিনের ম্যাচের তিনটি জিতেছে আফ্রিকার দেশটি। তার মধ্যে দু’টি জয় এসেছে সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে।