India Cricket

ওয়েস্ট ইন্ডিজ়ে ব্যর্থ ক্রিকেটারকে নিয়ে চিন্তায় জাফর, রান করার পরামর্শ প্রাক্তনের

দল থেকে বাদ পড়ার পরে আবার দলে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভাল খেলতে পারেননি তিনি। রান না করলে তিনি টিকে থাকতে পারবেন না বলে মত ওয়াসিম জাফরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২৩:৫৮
Share:

ওয়াসিম জাফর। —ফাইল চিত্র

প্রায় দেড় বছর পরে দলে ফিরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রান করেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টেই রান পাননি অজিঙ্ক রাহানে। তিনি ব্যাটে রান করতে না পারলে ভারতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে পারবেন না বলেই মনে করছেন ওয়াসিম জাফর। তাই রাহানেকে রান করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

একটি সাক্ষাৎকারে জাফর বলেন, ‘‘রাহানেকে ধারাবাহিকতা দেখাতে হবে। ৮০-৯০টা টেস্ট খেলার পরেও ওর এই সমস্যা কাটছে না। এখন ভারতীয় দলে যা লড়াই তাতে রান করতে না পারলে নিজের জায়গা ধরে রাখতে পারবে না। রান করলে বাকি সব ঠিক হয়ে যাবে।’’

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল খেলার সুবাদে আবার ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজ় সফরে তাঁকে সহ-অধিনায়কও করা হয়েছে। কিন্তু রান না করলে নির্বাচকদের ভরসা রাহানের উপর থাকবে না বলেই মনে করেন জাফর। তিনি বলেন, ‘‘আইপিএলে রান করার জন্যই আবার নির্বাচকদের নজরে পড়েছে রাহানে। টেস্ট দলে ফিরেছে। কিন্তু ধারাবাহিক ভাবে রান করতে হবে ওকে। নির্বাচকেরা যে ভরসা দেখিয়েছে তার দাম দিতে হবে। দুর্বল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও রান করতে না পারলে রাহানের সামনে কঠিন ভবিষ্যৎ।’’

Advertisement

জাফর রানের কথা বললেও ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর রাহানের উপর ভরসা দেখিয়েছেন। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরে রাহানেই দলের প্রধান খেলোয়াড় হতে পারেন বলে মনে করেন তিনি। রাঠৌর বলেন, ‘‘রাহানের টেকনিক খুব ভাল। নেটে ভাল অনুশীলন করছে। কঠিন পরিবেশে ও সহজে মানিয়ে নিতে পারে। বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। সেখানে রাহানে বড় ভূমিকা নিতে পারে।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র তিন রানে করে আউট হয়েছিলেন রাহানে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আট রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় টেস্টে আর একটি ইনিংস পাওয়ার সম্ভাবনা খুব কম রাহানের। এর পরে একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলবে ভারত। সেই দলে রাহানে জায়গা পান কিনা সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement