Washington Sundar

Washington Sundar: পাঁচ মাস পরে দলে ফিরেই চমক, কোন মন্ত্রে সফল সুন্দর

আঙুলের চোটের কারণে গত বছর টি২০ বিশ্বকাপ খেলতে পারেননি। কোভিডের কারণে সরে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফর থেকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৫
Share:

মোতেরায় ৩ উইকেট নিয়েছেন সুন্দর ছবি: টুইটার

আঙুলের চোটের কারণে গত বছর টি২০ বিশ্বকাপ খেলতে পারেননি। কোভিডের কারণে সরে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফর থেকেও। অবশেষে পাঁচ মাস পরে দলে ফিরেছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। আর ফিরে প্রথম ম্যাচেই দুরন্ত বল করেছেন তিনি। ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এত দিন পরে ফিরে কী ভাবে সফল হলেন তা জানিয়েছেন সুন্দর নিজেই।

Advertisement

ম্যাচ শেষে সুন্দর বলেন, ‘‘অনেক বাধা ছিল। কিন্তু আমি শুধু ক্রিকেটার হিসেবে উন্নতি করার চেষ্টা করেছি। কারণ শুধু সেটাই আমার হাতে রয়েছে। আমি সে দিকেই লক্ষ্য রাখতে চাই। গত কয়েক বছরে আমি বার বার প্রতিবন্ধকতার সামনে পড়েছি। সেগুলো পেরিয়েই আমাকে এগতে হবে।’’

গত বছর টি২০ বিশ্বকাপ খেলতে না পারলেও চলতি বছরের শেষে কুড়ি-বিশের বিশ্বকাপ ও আগামী বছর এক দিনের বিশ্বকাপ খেলতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন। সুন্দর বলেন, ‘‘গত টি২০ বিশ্বকাপ খেলতে না পারা কষ্টের। কিন্তু আগামী ১৫-১৬ মাসের মধ্যে দু’টি বিশ্বকাপ রয়েছে। সে দিকেই আমি মন দিয়েছি। আমি শুধু বর্তমানের কথা ভাবতে চাই। অতীতে কী হয়েছে সেটা ভেবে সময় নষ্ট করতে চাই না।’’

Advertisement

নিজের শক্তি অনুয়ায়ী বল করেই প্রথম এক দিনের ম্যাচে তিনি সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন সুন্দর। তিনি বলেন, ‘‘আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছি। পাওয়ার প্লে-তে বল করার অভিজ্ঞতা আছে আমার। বিজয় হজারে খেলার অভিজ্ঞতা কাজে দিয়েছে। প্রথম ম্যাচে আমি যা যা করেছি সেটা কাজে দিয়েছে। তাই খুব ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement