বার বার ধরা পড়েছে এই ছবি ছবি: টুইটার
অধিনায়ক হিসেবে প্রথম এক দিনের ম্যাচেই সহজ জয় পেয়েছেন রোহিত শর্মা। তবে তাঁকে সেই কাজে অনেকটাই সাহায্য করেছেন সদ্য অদিনায়কত্ব হারানো বিরাট কোহলী। ম্যাচ চলাকালীন প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এমনকি তাঁর পরামর্শেই চহালের ওভারে ডিআরএস নেন রোহিত।
ম্যাচের ২১ তম ওভারে চহালের বল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শামার ব্রুকসের ব্যাটের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। রোহিতরা আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। ডিআরএস নেবেন কি না তা নিয়ে দোটানায় ছিলেন রোহিত। তখনই কোহলী এসে বলেন, ‘‘বল প্রথমে ব্যাটে লেগেছে। তার পর পায়ে লেগেছে। আমার মনে হয় আউট।’’ এ কথা শুনে রিভিউ নেন রোহিত। রিপ্লেতে দেখা যায় কোহলীর কথাই ঠিক।
শুধু একটি ক্ষেত্রে নয়, মোতেরায় বার বার ধরা পড়েছে এই ছবি। এক সঙ্গে দাঁড়িয়ে পরিকল্পনা করেছেন রোহিত-কোহলী। বিপক্ষ দলের উইকেট পড়লে দু’জনকে একসঙ্গে উল্লাসে মাততেও দেখা গিয়েছে। কিছু দিন আগেই কোহলী বলেছিলেন, অধিনায়কত্ব ছাড়লেও দলের নেতা তিনি। মাঠে সেই ভূমিকাতেই তাঁকে দেখা গেল।
ম্যাচ শেষে দলের উদ্দেশে বার্তা দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘আমাদের দল হিসেবে ক্রমাগত আরও ভাল হতে হবে। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামলে চলবে না। তার জন্য যদি আমাদের পরিকল্পনায় কিছু বদল করতে হয় সেটা করব। কিন্তু আমার মনে হয় না খুব বেশি বদলের কিছু প্রয়োজন রয়েছে। আমি শুধু সবাইকে বলব নিজেদের চ্যালেঞ্জ করতে। তবেই সবার সেরাটা বেরিয়ে আসবে।’’
প্রথম এক দিনের ম্যাচে সব বিভাগেই দল ভাল করলেও এখনও কিছু উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি না সব কিছু নিখুঁত হবে। সবাই খুব ভাল খেলেছে। সব ক্ষেত্রে আমরা ভাল খেলেছি। কিন্তু আমাদের এত উইকেট হারানো উচিত হয়নি। ওদের নীচের দিকের ব্যাটারদের আরও তাড়াতাড়ি আউট করা উচিত ছিল। আশা করি আগামী দিনে আমরা আরও ভাল খেলব।’’
অধিনায়ক হিসাবে প্রথম এক দিনের ম্যাচেই ব্যাট হাতে ৬০ রান করেছেন রোহিত। ১০টি চার ও একটি ছক্কা মারেন। ঈশান কিশনের সঙ্গে তাঁর জুটি দলের জয়ের ভিত তৈরি করে। অবশেষে ছয় উইকেটে ম্যাচ জেতে ভারত।