Major League Cricket

আমেরিকার মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ওয়াশিংটন, ফাইনালে ৯৬ রানে হার সান ফ্রান্সিস্কোর

মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ওয়াশিংটন ফ্রিডম। ফাইনালে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসকে ৯৬ রানে হারাল তারা। ম্যাচে সেরা ওয়াশিংটনের অধিনায়ক স্টিভ স্মিথ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১১:১৪
Share:

ট্রফি জিতে ওয়াশিংটনের ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।

আইপিএলে দল না পেলেও আমেরিকার মেজর লিগ ক্রিকেটে নিজের দলকে চ্যাম্পিয়ন করলেন স্টিফ স্মিথ। ফাইনালে হলেন ম্যাচের সেরাও। মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ওয়াশিংটন ফ্রিডম। ফাইনালে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসকে ৯৬ রানে হারাল তারা।

Advertisement

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে ওয়াশিংটন। ওপেন করতে নেমে ট্রেভিস হেড রান (৯) না পেলেও স্মিথ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তাঁকে সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল। দুই অস্ট্রেলীয়র দাপটে ২০০ পার করে ওয়াশিংটন। স্মিথ ৫২ বলে ৮৮ ও ম্যাক্সওয়েল ২২ বলে ৪০ রান করেন।

সান ফ্রান্সিস্কোর শুরুটা ভাল হয়নি। প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে তারা। ফিন অ্যালেন, জেক ফ্রেজ়ার-ম্যাকগুর্ক, জশ ইংলিশ, শারফেন রাদারফোর্ডেরা রান পাননি। শূন্য রানে ফেরেন সান ফ্রান্সিস্কোর অধিনাক কোরি অ্যান্ডারসন। ১৬ ওভারে ১১১ রানে অল আউট হয়ে যায় সান ফ্রান্সিস্কো। ওয়াশিংটনের বোলারদের মধ্যে মার্কো জানসেন ও রাচিন রবীন্দ্র ৩টি করে উইকেট নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement