Shreyas Iyer

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কেঁদে ভাসিয়েছিলেন, তার পরেও কী ভাবে সফল হলেন শ্রেয়স?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। তবে প্রতিযোগিতা শুরুর আগে নিজের সাফল্য নিয়ে নিশ্চিত ছিলেন না। প্রথম ম্যাচের আগে অনুশীলনে নিজের উপর এতটাই রেগে গিয়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৫
Share:
cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। তবে প্রতিযোগিতা শুরুর আগে নিজের সাফল্য নিয়ে নিশ্চিত ছিলেন না। প্রথম ম্যাচের আগে অনুশীলনে নিজের উপর এতটাই রেগে গিয়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সেই কথা জানালেন শ্রেয়স।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল ভারত। তার আগে কিছুতেই ব্যাটে-বলে হচ্ছিল না শ্রেয়সের। ইংল্যান্ড সিরিজ়‌ে রান পেলেও দুবাইয়ে গিয়ে সমস্যায় পড়ে যান। নিজেকে নিয়েই সন্দেহ তৈরি হয়।

অভিনেত্রী সাহিবা বালিকে একটি সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার কেঁদেছিলাম। প্রথম বার অনুশীলনের পর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কারণ, নেটে অনুশীলন করার সময় একদমই ভাল খেলতে পারিনি। নিজের উপর এতটাই রেগে গিয়েছিলাম যে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আরও অবাক হয়েছিলাম এটা ভেবে যে, আমি সহজে কাঁদি না।”

Advertisement

কেন এতটা চিন্তায় পড়েছিলেন সেটাও ব্যাখ্যা করেছেন শ্রেয়স। তাঁর কথায়, “ভেবেছিলাম ইংল্যান্ড সিরিজ়‌ে যে ফর্ম ছিল সেটাই থাকবে। একই রকম ছন্দে থাকব দুবাইয়েও। কিন্তু পিচ আলাদা ছিল। কিন্তু প্রথম দিন মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল। অনুশীলন শেষ হওয়ার পরেও চেয়েছিলাম আর এক বার নেটে যেতে। আর একটু অনুশীলন করতে। কিন্তু সেই সুযোগ পাইনি। তাই নিজের উপর আরও রেগে গিয়েছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement