IPL 2025

আইপিএলে রান ‘চুরি’! লেগ বাই হওয়া সত্ত্বেও কেন রান দেওয়া হল না বেঙ্গালুরুকে?

সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় শেষ ওভারে তৈরি হয়েছিল নাটক। পায়ে বল লাগার পর ব্যাটার দৌড়ে এক রান নিলেও তা যোগ হয়নি বেঙ্গালুরুর স্কোরে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:৫৬
Share:
cricket

জিতেশের ব্যাট করার একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় শেষ ওভারে তৈরি হয়েছিল নাটক। পায়ে বল লাগার পর ব্যাটার দৌড়ে এক রান নিলেও তা যোগ হয়নি বেঙ্গালুরুর স্কোরে। ম্যাচ জিততে বেঙ্গালুরুর অসুবিধা না হলেও এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলেছেন হনুমা বিহারী।

Advertisement

শেষ ওভারে জসপ্রীত বুমরাহের বল লেগেছিল জিতেশ শর্মার পায়ে। তিনি দৌড়ে এক রান নিয়েছিলেন। তবে মুম্বইয়ের আবেদনে জিতেশকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। জিতেশ সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। যদিও রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত খারিজ করে দেন তৃতীয় আম্পায়ার।

জিতেশ দৌড়ে রান নিলেও সেটি দেওয়া হয়নি। কারণ আইপিএলের একটি নিয়ম। সেখানে স্পষ্ট বলা আছে, আম্পায়ার আউটের সিদ্ধান্ত নেওয়ার সময়েই বলটি ‘ডেড’ ঘোষণা হবে। জিতেশের রান সম্পূর্ণ হওয়ার আগেই আম্পায়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তাই বলটি তখনই ‘ডেড হয়ে গিয়েছিল। সে কারণেই রানটি দেওয়া হয়নি। আম্পায়ার যদি নট আউট দিতেন এবং তৃতীয় আম্পায়ারও সেই সিদ্ধান্ত বজায় রাখতেন, তা হলে সেই রানটি ধরা হত।

Advertisement

তবে এই নিয়মের বিরোধিতা করেছেন বিহারী। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “এই নিয়ম বদল করা উচিত। আরসিবির ইনিংসের শেষ বল যদি দেখেন, তা হলে বুঝবেন জিতেশকে আউট দিয়েছিলেন মাঠের আম্পায়ার। রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদল হয়। কিন্তু রান যোগ হয়নি। যদি আম্পায়ার নট আউট দিতেন তা হলে রান যোগ হত। দ্বিতীয় ইনিংসে যদি বিপক্ষ দলের ১ বলে ২ রান দরকার হত তখন কী হত? ওই একটা সিদ্ধান্তে ম্যাচের পরিস্থিতি পাল্টে যেতে পারত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement