BCCI

আইপিএলের প্রস্তাব, দ্রাবিড়ের পর কি কোচ লক্ষ্মণকেও হারাবেন জয় শাহেরা?

ভারতের ক্রিকেট দলের কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণ। এনসিএ প্রধানের পদে মেয়াদ শেষ সেপ্টেম্বরে। আইপিএলের লোভনীয় প্রস্তাব থাকা লক্ষ্মণকে কি বোর্ডের সঙ্গে যুক্ত রাখতে পারবেন জয় শাহেরা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ২২:০৭
Share:

ভিভিএস লক্ষ্মণ। — ফাইল চিত্র।

ভারতের ক্রিকেট দলের কোচ হতে চান না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধানের পদে মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। হাতে আইপিএলের লোভনীয় প্রস্তাব থাকা ভিভিএস লক্ষ্মণকে কি বোর্ডের সঙ্গে যুক্ত রাখতে পারবেন জয় শাহেরা? আপাতত এটাই হচ্ছে বড় প্রশ্ন। লক্ষ্মণকে রাজি করানো বেশ কঠিন বলেই শোনা যাচ্ছে।

Advertisement

এখনকার কোচ রাহুল দ্রাবিড় এনসিএ প্রধানের পদ থেকে কোচ হয়েছিলেন। লক্ষ্মণের ক্ষেত্রেও সেটাই হতে পারত। কিন্তু আগামী সাড়ে তিন বছরের ‘কঠিন’ কাজ এবং পরিশ্রমের কথ ভেবে পিছিয়ে গিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এনসিএ-তেও থাকতে চান না। কারণ, তাঁর হাতে আইপিএলের অন্তত একটি দলের লোভনীয় প্রস্তাব রয়েছে।

তবে লক্ষ্মণের মতো মাথাকে সহজে ছেড়ে দিতে চায় না বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ নিজে আসরে নামতে পারেন। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “ভারতীয় ক্রিকেটের সঙ্গে, বিশেষত লাল বলের ক্রিকেটের সঙ্গে লক্ষ্মণকে যাতে যুক্ত রাখা হয়, তার জন্য রাজি করাতে পারেন জয় শাহই।”

Advertisement

তাঁর সংযোজন, “লক্ষ্মণ পুরো সময় দিতে যদি না-ও পারেন, তা হলে ভারত এ বছর অস্ট্রেলিয়ায় বা পরের বছর ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলার সময় দলের সঙ্গে বিশেষজ্ঞ হিসাবে যুক্ত থাকতে পারেন।”

জানা যাচ্ছে, লক্ষ্মণ এই প্রস্তাবে রাজি হতে পারেন। তবে এনসিএ ছেড়ে দিলে আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্তও হতে পারবেন। চাইলে ধারাভাষ্যও দিতে পারেন।

এনসিএ-তে থাকতে না চাওয়ায় আর একটা কারণ, লক্ষ্মণকে হায়দরাবাদ ছেড়ে বেঙ্গালুরুতে থাকতে হচ্ছে। ছেড়ে দিলে সেই চাপ থাকবে না। পাশাপাশি, সানরাইজার্স হায়দরাবাদ দলে যে অর্থ পেতেন, তার থেকে কম অর্থে তিনি এনসিএ প্রধান হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement