Virat Kohli

Virat Kohli: যশ ঢুল, রবি কুমারদের ফাইনালে নামার আগে বিরাট-বার্তা

বিরাট কোহলী ভারতের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর শুভেচ্ছা তরুণ দলকে যে উৎসাহ দেবে তা বলাই যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৩
Share:

শুভেচ্ছাবার্তা দিলেন বিরাট কোহলী। —ফাইল চিত্র

এই সময় মনের অবস্থা কেমন থাকে জানেন বিরাট কোহলী। ১৪ বছর আগে নিজেও তো কাটিয়ে ছিলেন এমনই একটা সময়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে নামার আগের মুহূর্তে তাই যশ ঢুলদের উদ্দেশে আবার শুভেচ্ছাবার্তা দিলেন বিরাট কোহলী।

ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার নামতে চলেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দল। তার আগে বিরাট টুইট করে লিখলেন, ‘বিশ্বকাপ ফাইনালের জন্য শুভেচ্ছা ভারতের অনূর্ধ্ব ১৯ দল।’ ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ‘ক্যাপ্টেন কোহলী’। এর পর ধাপে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের মুকুট পড়েছেন। দলের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন। সাম্প্রতিক সময় যদিও শতরান না পাওয়া নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। ভারতীয় দলের নেতৃত্বও আর তাঁর হাতে নেই। কিন্তু তিনি তো বিরাট কোহলী। ভারতের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর শুভেচ্ছা তরুণ দলকে যে উৎসাহ দেবে তা বলাই যায়।

Advertisement

সেমিফাইনাল জেতার পর ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছেন বিরাট। তাঁর সঙ্গে কথা বলে যশ ঢুল, অঙ্গকৃষ রঘুবংশী, রবি কুমাররা উত্তেজিত। ফাইনালের দিন ফের বার্তা পেলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement