২০১৮ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর ১৭ কোটি টাকা করে পেয়েছেন কোহলী। —ফাইল চিত্র
আইপিএল-এর শুরুর দিন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়েই খেলে আসছেন বিরাট কোহলী। শুরু করেছিলেন ১২ লক্ষ টাকা দিয়ে। এই বছর তাঁর সঙ্গে ১৫ কোটি টাকার চুক্তি করেছে আরসিবি। এর ফলে ১৫০ কোটি টাকার মাইলফলক টপকে যাবেন কোহলী। রোহিত শর্মারও এই মরসুমে ১৫০ কোটি টাকার মাইলফলক পার হয়ে যাবে।
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর ১৭ কোটি টাকা করে পেয়েছেন কোহলী। এখনও অবধি ১৪৩ কোটি টাকা পেয়েছেন আইপিএল থেকে। এ বারের ১৫ কোটি টাকা যোগ হলে ১৫৮ কোটি টাকায় পৌঁছে যাবে তাঁর আয়। এই বছর যদিও তিনি অধিনায়ক নন।
রোহিতকে অধিনায়ক হিসেবে রেখে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি এই বছর পাবেন ১৬ কোটি টাকা। রোহিত এখনও অবধি আয় করেছেন ১৪৬ কোটি টাকা। এই বছরের আয় যোগ হলে তাঁর মোট আয় হবে ১৬২ কোটি টাকা। ভারতের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক দু’জনেরই এ বারের আইপিএল-এ ১৫০ কোটির উপর আয় হয়ে যাবে।
১৫০ কোটি টাকার উপর আইপিএল থেকে প্রথম আয় করেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ইতিমধ্যেই ১৫২ কোটি টাকা আয় করেছেন আইপিএল থেকে।