BGT 2024-25

অসি ব্যাটারকে খোঁচা কোহলির, অ্যাডিলেডে ক্রিকেটের বাইরে চলছে আর এক লড়াই

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে চাপে রয়েছে ভারত। ক্রিকেটের বাইরেও এক লড়াই চলছে সেখানে। অস্ট্রেলিয়ার ব্যাটার নেথান ম্যাকসুইনিকে খোঁচা মেরেছেন বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে ক্রিকেটের বাইরেও চলে এক লড়াই। সিরিজ় শুরুর আগে থেকেই শুরু হয়ে যায় কথার খোঁচা। এ বারও তা হয়েছে। সেটাই দেখা যাচ্ছে অ্যাডিলেডে। দিন-রাতের টেস্টে চাপে রয়েছে ভারত। কিন্তু কথার লড়াই থামেনি। অস্ট্রেলিয়ার ব্যাটার নেথান ম্যাকসুইনিকে খোঁচা মেরেছেন বিরাট কোহলি।

Advertisement

টেস্টের প্রথম দিন ১৮০ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। তৃতীয় সেশনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এই সিরিজ়ে অস্ট্রেলিয়ার হয়ে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করছেন তরুণ ম্যাকসুইনি। যশপ্রীত বুমরার একটি বল তাঁর ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান ব্যাটার। তার পরেই খোঁচা মারেন কোহলি।

স্লিপে তখন দাঁড়িয়েছিলেন কোহলি। তিনি এগিয়ে গিয়ে বলেন, “ও কিছু বুঝতেই পারেনি। ও কিছু বুঝতেই পারেনি যশপ্রীত।” সে কথা শুনে কোহলির দিকে ম্যাকসুইনি এক বার তাকান। বুমরাও হেসে পরের বল করতে চলে যান।

Advertisement

কোহলি খোঁচা মারলেও প্রথম দিনের শেষ পর্যন্ত আউট হননি ম্যাকসুইনি। মার্নাশ লাবুশেনের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাঁরা। দ্বিতীয় দিন সেই বুমরার বলেই আউট হন তিনি। তবে তার আগে ১০৯ বল খেলে ৩৯ রান করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement