বিরাট কোহলি। ছবি: পিটিআই।
বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় বড় দল বলে কিছু হয় না। মুহূর্তের অসতর্কতায় হতে পারে পদস্খলন। হারতে হতে পারে ছোট দলের কাছে। যেমন হয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এমন কথা শোনা গিয়েছে খোদ বিরাট কোহলির মুখে।
রবিবার আফগানিস্তান ৬৯ রানে হারিয়েছে গত বারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ৩৮ রানে হেরে গিয়েছে নেদারল্যান্ডসের কাছে। সেই সূত্র ধরে কোহলি বলেছেন, “বিশ্বকাপে কোনও বড় দল নেই। আপনি যে মুহূর্তে শুধুমাত্র বড় দলের উপর ফোকাস করতে যাবেন তখনই অঘটন হবে।”
২০০৭ সালে বাংলাদেশের কাছে বিশ্বকাপে হেরেছিল ভারত। তার পর এই প্রতিপক্ষের বিরুদ্ধে শাসন করেছে ভারত। সেই ম্যাচে ভাল খেলেছিলেন শাকিব আল হাসান। প্রতিপক্ষের সেই ক্রিকেটারকে নিয়ে শ্রদ্ধা ঝরে পড়েছে কোহলির গলায়।
কোহলিকে সমর্থন জানিয়ে হার্দিক পাণ্ড্য বলেছেন, “খুব চালাক-চতুর ক্রিকেটার শাকিব। এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছে।”