Virat Kohli

আমি কোনও দিনও সচিন হতে পারব না! তেন্ডুলকরের শুভেচ্ছাবার্তা শুনে ইডেনে বলে দিলেন কোহলি

বিরাট কোহলি ৪৯তম শতরান করে ফেরার পরেই টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর। নিজের বার্তায় প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কোহলিকে। বিরাট তাঁর উত্তরে জানালেন, কোনও দিন সচিন হতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২১:০০
Share:

সচিন তেন্ডুলকর (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

৪৯তম শতরান করে ফেরার পরেই টুইট করেছিলেন তিনি। সচিন তেন্ডুলকর সেই বার্তায় প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে। ম্যাচের পর কোহলিকে সে কথা মনে করিয়ে দিতেই ভারতের প্রাক্তন অধিনায়কের সাফ উত্তর, ‘আমি কোনও দিনও সচিন হতে পারব না।’ নিজের বক্তব্যে তাঁর ‘আদর্শ’ সচিনের প্রতি নিজের মুগ্ধতার কথা বার বার উল্লেখ করলেন বিরাট।

Advertisement

কোহলির শতরানের পরেই সচিন এক্স প্ল্যাটফর্মে লেখেন, “দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। তবে আশা করি তোমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে কয়েক দিন সময় লাগবে এবং আগামী কিছু দিনের মধ্যেই তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।” বোঝাই গিয়েছে, সচিন নিজের শতরান নয়, বয়সের কথা উল্লেখ করেছেন। এ বছরের ২৪ এপ্রিল সচিন ৫০ পূর্ণ করেছেন। অন্য দিকে এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৪৯, যা এ দিন ছুঁয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপেই তাঁর ৪৯ শতরানের রেকর্ড ভেঙে যাবে বলে সচিনের আশা।

ম্যাচের পর সেরার পুরস্কার তুলে দেওয়ার সময় সঞ্চালক হর্ষ ভোগলে সচিনের শুভেচ্ছার ব্যাপারে জানান কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাদের আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। ছোটবেলায় ওঁকে টিভিতে দেখার কথা এখনও মনে আছে। ওঁর থেকে এ ধরনের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমি কোনও দিন সচিন হতে পারব না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement