ICC ODI World Cup 2023

বিশ্বকাপের মাঝেই ৩৩ লক্ষ টাকার প্রতারণা ভারতের ক্রিকেটারের সঙ্গে, থানায় অভিযোগ

বিশ্বকাপের মাঝেই প্রতারিত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আগ্রার হরি পর্বত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কত টাকার প্রতারণা হয়েছে তাঁর সঙ্গে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২০:৩৮
Share:

এক দিনের ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। — ফাইল চিত্র।

বিশ্বকাপের মাঝেই প্রতারিত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। আগ্রার হরি পর্বত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আকাশের অভিযোগ, ৩৩ লক্ষ টাকার প্রতারণা হয়েছে তাঁর সঙ্গে। খেলাধুলোর জুতো তৈরির একটি ব্যবসায় ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সেখান থেকেই প্রতারণা করা হয়েছে।

Advertisement

শনিবার আগ্রার হরি পর্বত থানায় একটি অভিযোগ জানিয়েছেন আকাশ। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ধ্রুব পারেখ এবং তাঁর বাবা কমলেশ পারেখের বিরুদ্ধে। দু’জনেই হায়দরাবাদের বাসিন্দা। আকাশের অভিযোগ, এই দুই ব্যক্তি খেলাধুলোর জুতো তৈরির ব্যবসায় বিনিয়োগের জন্যে তাঁর থেকে ৫৭ লক্ষ টাকা নিয়েছিলেন। কমলেশ অতীতে হায়দরাবাদের ক্রিকেট সংস্থার রাজ্য দলের ম্যানেজার ছিলেন। সেকেন্দ্রাবাদে তাঁর খেলাধুলোর দোকান রয়েছে। কমলেশকে আগে থেকেই চিনতেন আকাশ। তাঁর ছেলে ধ্রুবের কথায় বিশ্বাস করে টাকা বিনিয়োগ করেন।

আকাশের অভিযোগ, ধ্রুব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৩০ দিনের মধ্যে ২০ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দেবেন। তার জন্যে চেকও দিয়েছিলেন। কিন্তু ১২ মাস হয়ে যাওয়ার পরেও তিনি ২৪.৫ লক্ষ টাকার বেশি গিতে পারেননি। যে চেক দেওয়া হয়েছিল সেগুলি থেকেও টাকা তোলা যায়নি। কমলেশও প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা ফেরত দেওয়ার। সেটাও হয়নি। এখন বাবা-ছেলে দু’জনেই আকাশের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়েই আকাশ অভিযোগ জানিয়েছেন তিনি। দুই অভিযুক্তের থেকে ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা ফেরত চেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement