IPL 2024

এই বছর আইপিএল জয় স্মরণীয় হবে, বলছেন বিরাট কোহলি

স্মৃতি মন্ধানার হাত ধরে প্রথম ট্রফি জয়ের স্বপ্ন যদি এত দিনে পূরণ হয়, তা হলে লাল-সোনালি জার্সির ভক্তদের আর এক ট্রফি জয়ের স্বপ্ন দেখানো শুরু করলেন বিরাট কোহলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ০৮:১০
Share:

উৎসব: জনপ্রিয় ডিজে ওয়াকারকে জার্সি উপহার মন্ধানা, ডুপ্লেসি, বিরাটদের। মঙ্গলবার চিন্নাস্বামীতে। পিটিআই ছবি: পিটিআই।

স্বপ্নপূরণের উৎসব আর নতুন স্বপ্ন দেখা শুরু।

Advertisement

স্মৃতি মন্ধানার হাত ধরে প্রথম ট্রফি জয়ের স্বপ্ন যদি এত দিনে পূরণ হয়, তা হলে লাল-সোনালি জার্সির ভক্তদের আর এক ট্রফি জয়ের স্বপ্ন দেখানো শুরু করলেন বিরাট কোহলি।

যে দিনটায় পুরুষ ক্রিকেটারেরা গার্ড অব অনার দিয়ে সম্মান জানালেন দলের ট্রফিজয়ী মহিলা ক্রিকেটারদের, সে দিনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল আরসিবি ফ্র্যাঞ্চাইজ়ি। দলের নামটা বদলে যাবে। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই দিনটায় বিরাট কোহলি ঘোষণা করে দিলেন, ‘‘আমি সব সময় এখানে আছি।’’ সঙ্গে ভক্তদের বার্তা দিলেন, ‘‘আমাকে দয়া করে কিং বলবেন না। বিরাট বলেই সম্বোধন করবেন। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকেও বলেছি, কিং শব্দটা শুনলে আমি অত্যন্ত অস্বস্তিবোধ করি।’’

Advertisement

সমাজমাধ্যমে তুলে ধরা এক ভিডিয়োয় বিরাট বলেন, ‘‘আপনারা সবাই জানেন, যে দলটা আরসিবি-র হয়ে আইপিএল জিতবে, আমি সেই দলেরই সদস্য থাকব। আমি আপ্রাণ চেষ্টা করে যাব এই ফ্র্যাঞ্চাইজ়ি আর ভক্তদের জন্য। আইপিএল জেতার অনুভূতি কী রকম, সেটা আমিও দেখতে চাই। সেটা আমার স্বপ্ন। আশা করব, এই বছর সেই স্বপ্ন পূরণ হবে। এই বছর আইপিএল জিতলে সেটা সত্যিই স্মরণীয় হবে।’’

ডব্লিউপিএল জেতার জন্য মন্ধানাদের অভিনন্দন জানিয়ে বিরাট বলেন, ‘‘অসাধারণ ব্যাপার। ওরা যখন ফাইনালটা খেলছিল, আমরা সবাই দেখছিলাম। তখনই বোঝা যায়, ভক্তদের ভালবাসা কোন পর্যায়ে পৌঁছেছে।’’ আপ্লুত বিরাট বলতে থাকেন, ‘‘দেখে যেন মনে হচ্ছিল, শহরটাই প্রতিযোগিতাটা জিতেছে। আরসিবি-র মেয়েরা যখন খেলেছে, তখন যদি মাঠে দর্শকসংখ্যাটা দেখেন, তা হলেই বুঝবেন এই ফ্র্যাঞ্চাইজ়ির প্রতি ভক্তদের ভালবাসা কতটা। ফাইনালে ৩০ হাজার দর্শক হয়েছিল। আমি শুনেছি, মেয়েদের খেলার সময় চিন্নাস্বামী স্টেডিয়ামও ভরে যেত। এই ভালবাসার কোনও তুলনা নেই।’’

এ দিন দর্শকঠাসা চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র নতুন জার্সির উন্মোচন হয়। পাশাপাশি দলের নাম বদলের কথাও ঘোষণা করে দেওয়া হয়। বিরাট আবার কন্নড় ভাষায় দর্শকদের উদ্দেশে বার্তা দেন। যা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠান মাতিয়ে দেন নরওয়ের ডি জে অ্যালান ওয়াকার। তাঁর নামাঙ্কিত আরসিবি-র জার্সি ওয়াকারের হাতে তুলে দেন বিরাট, মন্ধানা, ফ্যাফ ডুপ্লেসিরা। ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণও করেন মন্ধানারা।

মন্ধানাও বলেছেন, ‘‘ডব্লিউপিএল ট্রফি জয় সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। কিন্তু বিরাট কোহলির সঙ্গে তুলনার কোনও প্রশ্নই ওঠে না। উনি ভারতীয় দলের হয়ে যে সাফল্য অর্জন করেছেন, তা অতুলনীয়। কাজেই এমন এক ব্যক্তিত্বের সঙ্গে এই তুলনা মোটেও সমীচীন নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement