Virat Kohli

Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলী, ফিরতে পারেন বুমরা, জাডেজা

ভারতীয় বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম চাইবেন কোহলী। ২৪, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজ শেষ হয়ে গেল দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সেখানে আবার খেলবেন কোহলী। মোহালি ও বেঙ্গালুরুতে দু’টি টেস্ট ম্যাচ যথাক্রমে ৪ মার্চ ও ১২ মার্চ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৪
Share:

বিরাট কোহলী। ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলী। এই সিরিজেই দলে ফিরছেন যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা। দু’-এক দিনের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের অধিনায়ক হিসেবে সম্ভবত রোহিত শর্মার নামই ঘোষণা করা হবে।

Advertisement

ভারতীয় বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম চাইবেন কোহলী। ২৪, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজ শেষ হয়ে গেল দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সেখানে আবার খেলবেন কোহলী। মোহালি ও বেঙ্গালুরুতে দু’টি টেস্ট ম্যাচ যথাক্রমে ৪ মার্চ ও ১২ মার্চ থেকে।

জাডেজা ও বুমরা টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন বলেই খবর। এই দু’জনের অন্তর্ভূক্তি এবং কোহলীর বিশ্রাম বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের দলই শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

জানা যাচ্ছে, জাডেজা ইতিমধ্যেই লখনউ পৌঁছে গিয়েছেন। তিনি নিভৃতবাসে থাকাও শুরু করে দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ লখনউতেই হবে। বাকি দু’টি ম্যাচ হবে ধরমশালায়।

কোহলী টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরে নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে রোহিতই সম্ভবত অধিনায়ক হচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement