(বাঁদিকে) বিরাট কোহলি এবং মহম্মদ শামি। —ফাইল চিত্র।
বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৪৮। বুধবার পর্যন্ত হয়েছে ৪৬টি ম্যাচ। সেমিফাইনাল-সহ ১০টি ম্যাচ খেলে এখনও অপরাজিত রোহিত শর্মার দল। ভারতকে প্রায় অপ্রতিরোধ্য দেখাচ্ছে প্রতিযোগিতায়। দলগত এই সাফল্যের নেপথ্যে রয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্য।
বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন ভারতের ব্যাটার এবং বোলারেরা। রোহিত ছাড়াও বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, শুভমন গিল, লোকেশ রাহুলেরা প্রতি ম্যাচে রান করছেন। ধারাবাহিক ভাবে উইকেট পাচ্ছেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবেরা। তাঁদের ব্যক্তিগত সাফল্যের সম্মিলিত সুফল পাচ্ছে দল। বিশ্বকাপের সফল ব্যাটার, বোলারদের তালিকায় চোখ রাখলেও স্পষ্ট সেই তথ্য।
এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি রান এসেছে কোহলির ব্যাট থেকে। সব থেকে বেশি উইকেট নিয়েছেন শামি। ১০টি ম্যাচ খেলে কোহলি তিনটি শতরান-সহ করেছেন ৭১১ রান। ইনিংস প্রতি তাঁর গড় ১০১.৫৭। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার ৯টি ম্যাচে ৬৫.৬৬ গড়ে করেছেন ৫৯১ রান। চারটি শতরান করেছেন ডি’কক। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে পার্থক্য ১২০ রানের। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র। ১০টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৬৪.২২ গড়ে ৫৭৮ রান। কোহলির মতো তিনিও তিনটি শতরান করেছেন। তবে নিউ জ়িল্যান্ড সেমিফাইনালে হেরে যাওয়ায় রাচিনের এগোনোর আর সুযোগ নেই। বিশ্বকাপে রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন রোহিতও। ১০টি ম্যাচে ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান। গড় ৫৫.০০। একটি শতরান করেছেন রোহিত। ষষ্ঠ স্থানে রয়েছেন শ্রেয়স। দু’টি শতরান-সহ ১০টি ম্যাচে করেছেন ৫২৬ রান। গড় ৭৫.১৪।
বিশ্বকাপে রান করার ক্ষেত্রে বুধবার পর্যন্ত কোহলি যেমন শীর্ষে রয়েছেন, তেমন উইকেট নেওয়ার ক্ষেত্রে এক নম্বরে রয়েছেন শামি। বাংলার জোরে বোলার ৬টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিন বার। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পা। তিনি ৯টি ম্যাচ খেলে নিয়েছেন ২২টি উইকেট। এক বারও ইনিংসে ৫ উইকেট পাননি তিনি। তালিকার তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্ক। তিনি ৯টি ম্যাচ খেলে ২১টি উইকেট পেয়েছেন। এক বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন বুমরা। ১০টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮ উইকেট। এ বারের বিশ্বকাপের কোনও ম্যাচে এখনও ৫ উইকেট পাননি বুমরা। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও এক ভারতীয়। তিনি জাডেজা। ১০ ম্যাচে তাঁর শিকারের সংখ্যা ১৬। এক বার ৫ উইকেট পেয়েছেন।
ভারতের সব ক্রিকেটারই ফর্মে রয়েছেন। সব প্রতিপক্ষের বিরুদ্ধে সব মাঠেই তাঁরা সাফল্য পাচ্ছেন। ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যের সুফল দল হিসাবেও পাচ্ছে ভারত। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিযোগিতার প্রথম ম্যাচের কিছু ক্ষণ ছাড়া কখনও চাপেও পড়েননি অপ্রতিরোধ্য রোহিতেরা।