মঙ্গলবার ম্যাচ শুরুর আগে নেটে কোহলী। ছবি: টুইটার।
দীর্ঘ দিন বড় রান পাননি। এশিয়া কাপে ছন্দে ফিরেছেন বিরাট কোহলী। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকেও গুরুত্ব দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক। তাই মোহালির ২২ গজে নামার আগে পরামর্শ নিলেন যুবরাজ সিংহের।
মোহালি তাঁর ঘরের মাঠ। তাঁর নামে নামকরণ হয়েছে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের। সেই উপলক্ষ্যে মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাজির ছিলেন যুবরাজ। ম্যাচ শুরুর আগে তাঁকে দেখা গেল বিরাট কোহলীর সঙ্গে আলাদা করে কথা বলতে। বেশ কিছুক্ষণ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কথা বলেন প্রাক্তন অলরাউন্ডার। তাঁদের কথা বলার ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভিডিয়োয় দেখা গিয়েছে য়ুবরাজের কথা বেশ মন দিয়ে শুনছেন কোহলী। প্যাড পরে ব্যাট করতে নামার জন্য প্রস্তুত তিনি। মাঠের ধারে দাঁড়িয়ে কথা বলেন যুবরাজের সঙ্গে। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। দূর থেকে দেখে মনে হয়েছে, কোনও গুরুত্বপূর্ণ বিষয়েই কথা বলেন তাঁরা।
যদিও মঙ্গলবারের ম্যাচে কোহলী রান পাননি। সাত বল খেলে তিনি করেন মাত্র দুই রান। উল্লেখ্য, এশিয়া কাপে ভারতের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেন কোহলী।