বিরাট কোহলি। ছবি: পিটিআই।
আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন রোহিত শর্মা। শুধু শতরানই নয়, একাধিক নজিরও গড়েছেন তিনি। ম্যাচের পর সব আলোচনা তাঁকে নিয়েই। তবে এর ফাঁকেই বিরাট কোহলিও দু’টি নজির গড়েছেন। দু’টিতেই তিনি টপকে গিয়েছেন নিজের আদর্শ সচিন তেন্ডুলকরকে।
আইসিসি-র দুই ফরম্যাটের বিশ্বকাপে সব মিলিয়ে সবচেয়ে বেশি রান হয়ে গেল বিরাট কোহলির। দুই বিশ্বকাপ মিলিয়ে ৫৩তম ইনিংসে সচিনকে পেরিয়ে গেলেন কোহলি। সচিনের ছিল ২২৭৮ রান। কোহলি সেটি পেরিয়ে গিয়েছেন। তবে সচিন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি। তিনি ছ’টি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছেন। অন্য দিকে, কোহলির এটি চতুর্থ ৫০ ওভারের বিশ্বকাপ। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন পাঁচটি। ২৭টি ম্যাচে ১১৪১ রান রয়েছে তাঁর। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ রান তাঁরই।
এ ছাড়া, এক দিনের ক্রিকেটে সফল রান তাড়া করার সময়ে সবচেয়ে বেশি অর্ধশতরানের নিরিখে সচিনকে টপকেছেন কোহলি। এত দিন এই পরিস্থিতিতে সচিনের ৪৫টি অর্ধশতরান ছিল। বুধবার তাঁকে টপকে গিয়েছেন কোহলি। তিনি ৫৬ বলে ৫৫ রান করেছেন।