Virat Kohli

মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলী, ফুটবলের সঙ্গে জোর টক্কর ক্রিকেটের

রান পেতেই আবার কোহলীকে নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে টুইটারে তাঁর অনুসরণকারীর সংখ্যা পাঁচ কোটি ছাড়াল। নেটমাধ্যমে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটার তিনিই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ২২:১৮
Share:

কোহলীই এখন বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটার। ছবি: টুইটার।

এশিয়া কাপে ছন্দে ফিরেছেন বিরাট কোহলী। তাঁর ব্যাটে ধরা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান। রান আসা শুরু হতেই প্রাক্তন অধিনায়ককে নিয়ে বেড়েছে আগ্রহ। যার প্রতিফলন দেখা গিয়েছে নেটমাধ্যমে। নেটমাধ্যমের জনপ্রিয়তায় লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি।

Advertisement

টুইটারে কোহলীর ফলোয়ার বা অনুসরণকারী বেড়ে হয়েছে পাঁচ কোটি। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে এই মাইল ফলক স্পর্শ করলেন কোহলী। যদিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুসরণকারীর সংখ্যার তুলনায় এই পাঁচ কোটি অল্পই। ইনস্টাগ্রামে কোহলীকে অনুসরণ করেন ২১ কোটির বেশি গুণমুগ্ধ। ফেসবুকে তাঁকে অনুসরণ করেন চার কোটি ৯০ লক্ষের বেশি মানুষ। নেটমাধ্যমে অনুসরণ করার ক্ষেত্রে তিনিই বিশ্বের এক নম্বর ক্রিকেটার।

ক্রিকেটারদের মধ্যে শীর্ষে থাকা কোহলী বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মেসি। ইনস্টাগ্রামে তাঁদের অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ৪৫ কোটি এবং ৩৩.৩ কোটি। নেটমাধ্যমের সব অ্যাকাউন্ট মিলিয়ে কোহলীকে অনুসরণ করেন ৩১ কোটি মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement