Ranji Trophy 2024-25

চোট, রঞ্জি ট্রফি খেলা হচ্ছে না বিরাট এবং রাহুলের

ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিরাট কোহলি এবং লোকেশ রাহুল জানিয়ে দিয়েছেন যে, চোটের কারণে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারবেন না তাঁরা। কোহলির ঘাড়ে চোট। রাহুল চোট পেয়েছেন কনুইয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:৩২
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

চোট রয়েছে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের। ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁরা জানিয়ে দিয়েছেন যে, চোটের কারণে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারবেন না তাঁরা। কোহলির ঘাড়ে চোট। ইঞ্জেকশন নিতে হচ্ছে তাঁকে। রাহুল চোট পেয়েছেন কনুইয়ে।

Advertisement

দিল্লির ২২ জনের দলে নাম ছিল কোহলির। কিন্তু তাঁর চোটের কথা শুক্রবারই জানা গিয়েছিল। তবুও দিল্লি ক্রিকেট সংস্থা আশা করেছিল যে, তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু কোহলি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে, ঘাড়ের চোটের কারণে ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ম্যাচে খেলতে পারবেন না তিনি। রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে পারবেন না। বোর্ডের চিকিৎসকদের বিরাট জানিয়েছেন যে, তাঁর ঘাড়ে এখনও ব্যথা রয়েছে। তবে সেই চোট কবে লেগেছে তা জানা যায়নি।

রাহুলের কনুইয়ে চোট। কর্নাটকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তার পরেই ক্রিকেটারেরা রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিরাট এবং রাহুলের খেলা হচ্ছে না।

Advertisement

পরবর্তী রঞ্জি ম্যাচটি শুরু ৩০ জানুয়ারি থেকে। সেখানে কোহলি এবং রাহুল খেলবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি থেকে এক দিনের সিরিজ় শুরু। রঞ্জি ম্যাচ শেষ হবে ২ ফেব্রুয়ারি। তাই সেই ম্যাচে তাঁরা খেলবেন কি না তা এখনই বলা কঠিন। রাহুল এবং বিরাট না খেললেও রঞ্জি ম্যাচ খেলবেন ঋষভ পন্থ, শুভমন গিল, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement