প্রস্তুতি: শুক্রবার যশপ্রীত বুমরাদের নিয়ে জোরকদমে অনুশীলনে নেমে পড়লেন কোহলি। বিসিসিআই টুইটার
ইংল্যান্ডে পৌঁছে শুক্রবার থেকেই অনুশীলন শুরু করে দিলেন বিরাট কোহলিরা। বৃহস্পতিবার ভারতী। দলের একটি অংশ মুম্বই থেকে রওনা দেয় ইংল্যান্ডে। সেই দলে ছিলেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, মহম্মদ শামি, মহম্মদ সিরিজ, হনুমা বিহারী, রবীন্দ্র জাডেজারা। মলদ্বীপে ছুটি কাটিয়ে আসা নতুন অধিনায়ক রোহিত শর্মা এ দিনই দলের সঙ্গে যোগ দিয়েছেন ।
প্রসঙ্গত করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের শেষ টেস্ট না খেলেই ফিরে আসতে হয়েছিল ভারতকে। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া সেই টেস্টে খেলতেই বার্মিংহ্যামে পৌঁছেছেন কোহলিরা। অসমাপ্ত এই সিরিজ়ে ভারতই ২-১ এগিয়ে আছে। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে নিউজ়িল্যান্ডকে টেস্ট সিরিজ়ে হারিয়ে ছন্দে ফেরা ইংল্যান্ডের বিরুদ্ধে এ বার রোহিত, কোহলিরা কী করেনসেটাই দেখার।
বিসিসিআই গণমাধ্যমে ইংল্যান্ডে কোহলিদের অনুশীলনের ছবি পোস্ট করেছে। দেখা যাচ্ছে, বুমরারা ওয়ার্ম-আপ করছেন দল বেঁধে। জিমেও অনেকটা সময় ব্যয় করেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ব্যস্ত থাকার কারণে দলের সঙ্গে ঋষভ পন্থ ইংল্যান্ডে এখনও যাননি। তাঁর সঙ্গে যাবেনকোচ রাহুল দ্রাবিড়ও।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।