প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। — ফাইল চিত্র
বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। ম্যাচের প্রস্তুতির মাঝেই ফুটবল দেখতে যাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটির খেলা দেখতে যাচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন স্ত্রী অনুষ্কা শর্মাও।
ম্যাঞ্চেস্টার সিটির তরফেই কোহলি এবং অনুষ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি একটি খেলাধুলোর সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাও তাঁদের ডেকেছে। ওই সংস্থার বিশ্বজনীন দূত হিসাবে কোহলি এবং অনুষ্কা দু’জনেই রয়েছেন। ওই সংস্থাটি ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গেও যুক্ত।
শনিবার পেপ গুয়ার্দিওলার সিটির সামনে দ্বিমুকুট জেতার সুযোগ রয়েছে। আগেই ইপিএল জিতেছে তারা। ঘরোয়া ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ খেতাব জেতার যুদ্ধে তাদের সামনে চিরশত্রু ইউনাইটেড। এফএ কাপে পাঁচ ম্যাচে ১৬টি গোল করেছে সিটি। গোটা প্রতিযোগিতা জুড়েই ভাল খেলেছে তারা। সপ্তম বার এফএ কাপ জেতার মুখে সিটি।
অন্য দিকে, ইংল্যান্ডের কোনও দলের মধ্যে সবচেয়ে বেশি বার এফএ কাপ ফাইনাল খেলতে নামছে ম্যান ইউ। তাদের মরসুমটা মোটামুটি গিয়েছে। ইপিএলে তৃতীয় স্থানে শেষ করেছে তারা। লিগ কাপ জিতেছে। এরিক টেন হ্যাগের দলও মুখিয়ে রয়েছে মরসুমের প্রথম ট্রফি পেতে। ফলে শনিবার উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।