India vs Sri Lanka 2023

সিরিজ় জিতলেও কেন সন্তুষ্ট নন রোহিতদের ব্যাটিং কোচ, কী বলছেন রাঠৌর

অক্ষর ব্যাট হাতে দলকে ভরসা দিতে শুরু করায় খুশি রাঠৌর। দলের ব্যাটিং অর্ডারের নীচের দিকে একাধিক বিকল্প তৈরি হওয়ায় তিনি খুশি। যদিও মনে করেন কিছু জায়গা আরও উন্নতি প্রয়োজন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭
Share:

ভারতীয় দলের ব্যাটিংয়ে আরও উন্নতি চান রাঠৌর। ছবি: টুইটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে জয় এসেছে। এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত এক দিনের সিরিজ় জয়ও। সামনেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়। ভারতীয় ক্রিকেটাররা আত্মবিশ্বাসী। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর অবশ্য মনে করছেন আরও উন্নতি প্রয়োজন।

Advertisement

এক দিনের বিশ্বকাপের ভাবনা ঢুকে গিয়েছে ভারতীয় শিবিরে। ঘরের মাঠে বিশ্বকাপ বাড়তি সুবিধা হলেও সামলাতে হবে প্রত্যাশার বিপুল চাপ। দ্বিপাক্ষিক সিরিজ়ের সাফল্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি জরিপ করতে নারাজ ভারতীয় দলের ব্যাটিং কোচ। তাঁর কথায়, ‘‘এখনও কিছু ধূসর অঞ্চল রয়েছে। সে দিকগুলোয় আমাদের নজর দিতে হবে।’’ রাঠৌর বলেছেন, ‘‘আমরা সিরিজ় জিতলেও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। প্রতিটি ম্যাচই সমস্যা সমাধানের একটা সুযোগ।’’

রাঠৌর প্রশংসা করেছেন অক্ষর পটেলের। তাঁর মতে, রবীন্দ্র জাডেজার বিকল্প হিসাবে অক্ষর সফল। রাঠৌর বলেছেন, ‘‘এই মুহূর্তে অক্ষর সত্যিই বেশ ভাল ব্যাট করছে। আর ব্যাটিং দক্ষতার উপর আমাদের সব সময়ই আস্থা ছিল। ও নিজেও প্রচুর পরিশ্রম করছে যথার্থ অলরাউন্ডার হয়ে ওঠার জন্য। আমাদের তিন জন ক্রিকেটার রয়েছে, যারা ব্যাটিং অর্ডারের নীচের দিকে বেশ ভাল ব্যাট করতে পারে। অক্ষর ছাড়াও ওয়াশিংটন সুন্দর আছে। আশা করছি জাডেজা খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। জাডেজা চলে এলে আমাদের দলের বিকল্প আরও বাড়বে।’’

Advertisement

বিকল্প থাকলেও, রাঠৌর আসলে ক্রিকেটারদের থেকে আরও ধারাবাহিক পারফরম্যান্স চান। যাতে দল প্রথম একাদশের সকলের উপর আস্থা রাখতে পারে। সে জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় জয় তাঁকে তেমন সন্তুষ্ট করতে পারেনি। ব্যাটিংয়ের দুর্বলতা বা ফাঁকগুলি ঢাকতে চান ভারতীয় দলের ব্যাটিং কোচ।

কয়েক দিন পরেই ভারত সফরে আসবে নিউ জ়িল্যান্ড। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি এক দিনে ম্যাচের সিরিজ় খেলবে ভারত। এই সিরিজ়েও নেই রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে পারেন অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার। তার আগেই দলের ব্যাটারদের খামতি ঢাকতে চাইছেন রাঠৌর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement