শুভম দুবে। —ফাইল চিত্র।
তাঁর দাম ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকে নিলামে শুভম দুবে বিক্রি হলেন ৫ কোটি ৮০ লক্ষ টাকায়। ২৯ গুণ দাম বাড়ল বিদর্ভের এই ক্রিকেটারের। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রাজস্থান রয়্যালসের লড়াই শেষে শুভমকে ছিনিয়ে নেয় প্রথম আইপিএলজয়ী দল।
শুভমকে ঘরোয়া ক্রিকেটে দেখা যায় লোয়ার মিডল অর্ডারে খেলতে। বাঁহাতি এই ব্যাটার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাতটি ইনিংসে করেন ২২১ রান। তাঁর স্ট্রাইক রেট ১৮৭.২৮। বাংলার বিরুদ্ধে ২১৩ রান তুলে জয়ের ম্যাচে বড় ভূমিকা নিয়েছিলেন। ১৩ বল বাকি থাকতে ম্যাচ জিতিয়েছিলেন শুভম। একটি ম্যাচে ইমপ্যাক্ট প্লেসার হিসাবে মাঠে নেমে ২০ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। জীতেশ শর্মা ভারতীয় দলের হয়ে খেলতে যাওয়ায় বিদর্ভের হয়ে ফিনিশারের কাজটা করেছিলেন শুভম।
আইপিএলের বিভিন্ন দলের ট্রায়ালে দেখা গিয়েছিল শুভমকে। দিল্লি এবং রাজস্থানের ক্যাম্পে গিয়েছিলেন তিনি। গত বারের আইপিএলের নিলামের সময় চোট পেয়েছিলেন শুভম। তাই সেই সময় তাঁকে কেউ দলে নেয়নি। কিন্তু এ বারে শুভমকে নিরাশ করেনি রাজস্থান। নিলামে ৫ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে শুভমকে তুলে নেয় তারা। শুধু রাজস্থান নয়, তাঁকে দলে নেওয়ার জন্য আরও অনেক দলই যে তৈরি ছিল তা বোঝা গিয়েছে নিলাম দেখে।