Venkatesh Prasad

ভিশনের ক্লাস নিলেন প্রসাদ, হিরওয়ানিরা 

২০ জন অনূর্ধ্ব-১৯ বিভাগের মেয়ে এবং ২৩ জন অনূর্ধ্ব-১৫ বিভাগের মেয়ে শিবিরে যোগ দিয়েছিলেন। শিবিরের ব‌্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন মনোজ তিওয়ারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৮:১৮
Share:

প্রশিক্ষণ: বাংলার মেয়েদের সঙ্গে বেঙ্কটেশ। সিএবি

‘ভিশন ২০২৮’-শিবিরের তৃতীয় পর্যায় শনিবার থেকে শুরু হল সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে। প্রথম দিনের প্রথম অর্ধে বাংলার অনূর্ধ্ব-১৯ মেয়েরা যোগ দেন। এই শিবির চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

Advertisement

এ দিন ২০ জন অনূর্ধ্ব-১৯ বিভাগের মেয়ে এবং ২৩ জন অনূর্ধ্ব-১৫ বিভাগের মেয়ে শিবিরে যোগ দিয়েছিলেন। শিবিরের ব‌্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন মনোজ তিওয়ারি। পেস বিভাগকে দেখছেন ভারতের বিখ‌্যাত জোরে বোলার বেঙ্কটেশ প্রসাদ এবং অশোক দিন্ডা। স্পিন বোলিংয়ের দায়িত্বে রয়েছেন নরেন্দ্র হিরওয়ানি। এ ছাড়াও রয়েছেন বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার পূর্ণিমা চৌধুরী।

প্রশিক্ষণ: বাংলার মেয়ের সঙ্গে হিরওয়ানি। ছবি: সিএবি।

শিবিরের চলবে প্রধানত দু’টি অর্ধে। প্রথম অর্ধে অনূর্ধ্ব-১৯ মেয়েরা এবং দ্বিতীয় অর্ধে অনূর্ধ্ব-১৫ মেয়েরা শিবিরে যোগ দিয়েছিলেন।

Advertisement

প্রথম দিনে প্রসাদ, হিরওয়ানি এবং মনোজ আগামীর ক্রিকেটারদের প্রেরণামূলক কথা বলেন। আরও জানান, এই অভিজ্ঞতা নিয়ে যাতে আগামী দিনে মেয়েরা কাজে লাগায়। এর পরে চলে ব‌্যাট-বলের লড়াই। প্রত‌্যেকের উপরেই কড়া নজর রেখেছিলেন কোচরা। শেষের দিকে প্রত‌্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রশিক্ষকরা।

শিবিরের লক্ষ‌্য- ঘরোয়া মরসুমের প্রত‌্যেক বয়সভিত্তিক বিভাগে আগামীর তারকাদের প্রস্তুত করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement