উচ্ছ্বাস ইউপি-র ক্রিকেটারদের। ছবি: পিটিআই।
গ্রেস হ্যারিসের লড়াকু অর্ধশতরানে জিতল ইউপি ওয়ারিয়র্স। মেয়েদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দ্বিতীয় জয় পেল তারা। পয়েন্ট তালিকায় উঠে এল তৃতীয় স্থানে। অন্য দিকে, টানা তিনটি ম্যাচে হারল গুজরাত জায়ান্টস। প্রথম জয় এখনও অধরা তাদের।
শুক্রবার বেঙ্গালুরুতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ইউপি। গুজরাতের ব্যাটারেরা ভাল শুরু করলেও কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। ওপেনার লরা উলভার্ট ২৮ করেন। মিডল অর্ডারে ফিবি লিচফিল্ড (৩৫) এবং অ্যাশলে গার্ডনারের (৩০) ৫২ রানের জুটির সৌজন্যে ভদ্রস্ত রান তোলে গুজরাত। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ করে তারা। তবে মাঝের দিকে ওভারে অনেক ডট বল খেলার কারণে আরও বেশি রান করতে পারেনি তারা।
জবাবে ইউপি-র হয়ে শুরুটা ভালই করেন অধিনায়ক অ্যালিসা হিলি। ৭টি চারের সাহায্যে ২১ বলে ৩৩ করেন। পর পর কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ইউপি। সেখান থেকে তাদের উদ্ধার করেন হ্যারিস। ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন। যোগ্য সঙ্গত দেন দীপ্তি শর্মা (১৪ বলে ১৭)।