India vs England 2024

তৃতীয় টেস্টের মাঝপথে ফিরলে বল করতে পারবেন অশ্বিন? কী জানালেন আম্পায়ারেরা

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের কোনও ক্রিকেটার খেলার সময় মাঠে অনুপস্থিত থাকলে, ফেরার পর তাঁকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্যাট বা বল করার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৬
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

মায়ের অসুস্থতার জন্য রাজকোট টেস্টের দ্বিতীয় দিন বাড়ি চলে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার খেলছেন না তিনি। ম্যাচ শেষ হওয়ার আগে রাজকোটে ফিরলে তিনি আবার মাঠে নামতে পারবেন। দীর্ঘ সময় মাঠে অনুপস্থিত থাকায় বল করার জন্য অপেক্ষাও করতে হবে না তাঁকে।

Advertisement

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের কোনও ক্রিকেটার খেলার সময় মাঠে অনুপস্থিত থাকলে, মাঠে ফেরার পর তাঁকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্যাট বা বল করার জন্য। সেই নিয়ম মতো মাঠে ফিরেই বল করতে পারার কথা নয় অভিজ্ঞ অফস্পিনারের। অশ্বিনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তিনি মাঠে ফিরলেই বল বা ব্যাট করতে পারবেন। মানবিক কারণে এমনই সিদ্ধান্ত নিয়েছেন রাজকোট টেস্টে দুই আম্পায়ার। ম্যাচের অন্যতম ধারাভাষ্যকার দীনেশ কার্তিক আম্পায়ারদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার মাঠের বাইরে গেলে আম্পায়ারদের কারণ জানাতে হয়। মাঠে ফেরার সময়ও আম্পায়ারের অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে। মাঠে ফিরে শুধু ফিল্ডিং করতে পারে সেই ক্রিকেটার। নির্দিষ্ট পেনাল্টি সময়ের পর সে বল বা ব্যাট করতে পারে। এই পেনাল্টি সময় এক জন ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত হতে পারে। রাজকোটে অশ্বিনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না মানবিক কারণে। মায়ের গুরুতর অসুস্থতার সময় অশ্বিন পাশে থাকতে চেয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বেন স্টোকসেরাও। তাই খেলা চলাকালীন অশ্বিন মাঠে ফিরেই বল বা ব্যাট করতে পারবেন।

Advertisement

শুক্রবারই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অশ্বিন। খেলা শেষ হওয়ার পর মায়ের অসুস্থতার খবর পান। রাতের বিমানেই চেন্নাই চলে গিয়েছেন তিনি। তাই রাজকোট টেস্টের শেষ তিন দিন অশ্বিনকে ছাড়াই হয়তো খেলতে হবে রোহিত শর্মাদের। তবে অশ্বিন ফিরতে পারলে আর সমস্যা থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement