ছবি: টুইটার থেকে
ঘরে ফিরলেন যশ ঢুলরা। পঞ্চম বার ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানোর পর দেশে ফিরলেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশ্বজয় করে ফিরলেন যশ ঢুলরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৪ উইকেটে জেতে ভারত।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আমস্টারডাম, সেখান থেকে দুবাই হয়ে বেঙ্গালুরু পৌঁছয় দল। সেখান থেকে আমদাবাদ যাবে দল। বুধবার সেখানে ভারতীয় দলকে পুরস্কৃত করা হবে। বিসিসিআই-এর তরফে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির যাওয়া আসার ব্যবস্থা করে আইসিসি। তাদের পক্ষ থেকে এই লম্বা বিমানযাত্রার ব্যবস্থা করা হয়েছিল। ভিভিএস লক্ষ্মণ, নির্বাচক এবং যে পাঁচ ক্রিকেটারকে আলাদা করে নিয়ে গিয়েছিল ভারতীয় বোর্ড, তাঁদের আলাদা ব্যবস্থা করা হয়েছিল। তাঁরা আলাদা ভাবে দেশে ফিরেছেন।