কী পরিকল্পনা ছিল রবি কুমারের মাথায়? ছবি: টুইটার থেকে
ভারতে বাঁহাতি পেসারের আকাশে নতুন রবি। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার বাংলাদেশকে শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন তিনিই। আর সেই ধাক্কা গোটা ম্যাচে সামলে উঠতে পারেনি গত বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। কী পরিকল্পনা ছিল রবি কুমারের মাথায়?
ম্যাচের সেরা রবি। সেই পুরস্কার নিয়ে ১৮ বছরের এই বাঁহাতি পেসার বলেন, “সহজ পরিকল্পনা ছিল আমার। সঠিক লাইনে বল করা এবং বিপক্ষকে চাপে রাখা, এটাই ছিল আমার পরিকল্পনা। শেষ কয়েক দিন অনুশীলনও ভাল হয়েছিল। এক সঙ্গে বেশ কিছু দিন ধরে আমরা অনুশীলন করছি। এখনও অবধি দারুণ অভিজ্ঞতা হয়েছে। আশা করি পরের পর্বটাও ভাল হবে।”
শনিবার ৭ ওভার বল করে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন রবি। বাংলাদেশের দুই ওপেনার এবং তিন নম্বর ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। ১৪ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেই ধাক্কা সামলাতে পারেনি তারা। ১১১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাঁচ উইকেট হারিয়ে অনায়াসে সেই রান তুলে নেয় ভারতের অনূর্ধ্ব ১৯ দল।