ভারতের অনুর্দ্ধ ১৯ ক্রিকেট দল। —ফাইল চিত্র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের বিরুদ্ধে শেষ বার ফাইনালে হেরে রানার্স হয়ে দেশে ফিরতে হয়েছিল রবি বিষ্ণোইদের। এ বার যদিও ভারতের নতুন দল। কিন্তু শেষ বার ফাইনালে খেলা রাকিবুল হাসান এ বার বাংলাদেশের অধিনায়ক। শেষ বার ফাইনালে যে ভাবে শুরু থেকে ভারতীয় ব্যাটারদের স্লেজ করেছিলেন তাঁর দলের বোলাররা, তা চোখের সামনে দেখেছেন তিনি। উত্তপ্ত বাক্যবিনিময়ের চাপ সামলাতে না পেরে পরপর উইকেট হারায় ভারত।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ প্রত্যেককে বলে দিয়েছেন, বিপক্ষের পেতে রাখা ফাঁদে পা দেওয়া চলবে না। কোয়ার্টার ফাইনাল খেলার জন্য রবিবারই অ্যান্টিগা পৌঁছে গিয়েছে দল। কিন্তু করোনায় আক্রান্ত ক্রিকেটারেরা আপাতত ত্রিনিদাদ ও টোব্যাগোর হোটেলে কোয়রান্টিনে রয়েছেন। ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তার আগে দু’টি পরীক্ষা হবে যশ ধুলদের। দু’টি পরীক্ষার ফল যদি নেগেটিভ আসে, সে ক্ষেত্রে দশ দিনের বাধ্যতামূলক কোয়রান্টিন পালন করতে হবে না তাঁদের। বুধবার ও বৃহস্পতিবারের আরটি-পিসিআর পরীক্ষার দু’টিতেই যদি যশদের ফল নেগেটিভ আসে, সে ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব দিতে কোনও সমস্যা হবে না। এ দিকে, সোমবার গভীর রাতে অ্যান্টিগা উড়ে গিয়েছেন অভিষেক পোড়েল।