India Vs Bangladesh

বুধে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ১১-য় জোড়া বদলের সম্ভাবনা, খেলতে পারেন কলকাতার পেসার

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচ। দিল্লির মাঠে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। খেলতে পারেন কেকেআরের পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৬:২২
Share:

আলোচনায় অধিনায়ক-কোচ। সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

জিতলেও প্রথম একাদশে বদল করতে পারেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচ। দিল্লির মাঠে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। খেলতে পারেন কেকেআরের পেসার।

Advertisement

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ—

অভিষেক শর্মা: প্রথম ম্যাচে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে বড় রান করতে চাইবেন অভিষেক। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

সঞ্জু স্যামসন: অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনটি ম্যাচেই খেলবেন সঞ্জু। ফলে দিল্লিতে অভিষেকের সঙ্গে ওপেন করবেন সঞ্জু।

সূর্যকুমার যাদব: দলের অধিনায়ক। গোয়ালিয়রে ভাল খেলেছেন। দিল্লিতেও মারকুটে ব্যাট করতে চাইবেন তিনি।

হার্দিক পাণ্ড্য: গোয়ালিয়রে ব্যাটে-বলে নিজের কাজ করেছেন। দিল্লিতেও তিনি ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা।

তিলক বর্মা: গোয়ালিয়রে খেলেছিলেন নীতীশ রেড্ডি। অভিষেক হয়েছিল তাঁর। এই সিরিজ়ে ঘুরিয়ে-ফিরিয়ে বাকিদের দেখে নিতে পারে ম্যানেজমেন্ট। দিল্লিতে তাই নীতীশের বদলে খেলতে পারেন তিলক।

রিয়ান পরাগ: গোয়ালিয়রে বল করেননি। ব্যাট করতে নামতে হয়নি। দিল্লিতে স্পিনার পরাগকে দেখা যেতে পারে। পাশাপাশি বড় রান করতে চাইবেন তিনি।

রিঙ্কু সিংহ: দলের ফিনিশার। দিল্লিতেও ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা তিনি।

হর্ষিত রানা: গোয়ালিয়রে খেলেননি। দিল্লিতে ওয়াশিংটন সুন্দরের বদলে খেলতে পারেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত। দিল্লির ছেলে হওয়ায় সেখানকার উইকেট ভাল ভাবে চেনেন তিনি। রিয়ার ও অভিষেক থাকায় বিকল্প বোলারের সমস্যাও হবে না ভারতের।

বরুণ চক্রবর্তী: তিন বছর পর জাতীয় দলে ফিরে গোয়ালিয়রে ৩ উইকেট নিয়েছেন। দিল্লিতেও প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।

আরশদীপ সিংহ: টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা বোলার। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও সমান দক্ষ তিনি।

মায়াঙ্ক যাদব: অভিষেকে গতিতে নজর কেড়েছেন। তাঁকে এই সিরিজ়ে খেলিয়ে দেখে নিতে চাইবেন গম্ভীরেরা। তাই দিল্লিতেও ভারতের প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement