Kirti Azad-Rohan Jaitley

জেটলির পুত্রকে হারিয়ে কীর্তি গড়তে চান আজ়াদ

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজ়াদ জানিয়েছেন, নির্বাচিত হলে ডিডিসিএ-র পরিকাঠামো উন্নত করা, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অবসান ঘটানো তাঁর অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৬:৫৪
Share:

— প্রতীকী চিত্র।

দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) নির্বাচনে সভাপতি পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলির সঙ্গে লড়াই করছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল নেতা কীর্তি আজ়াদ। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য জানিয়েছেন, নির্বাচিত হলে ডিডিসিএ-র পরিকাঠামো উন্নত করা, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অবসান ঘটানো তাঁর অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

Advertisement

এই লড়াইয়ের সঙ্গে তৃণমূলের রাজনীতিকে মেলাতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এটুকু উল্লেখ করেছেন, “ক্রিকেট বোর্ডের কেন্দ্র বিসিসিআই-এর প্রধান একজন বিজেপি শীর্ষ মন্ত্রীর পুত্র। আবার ডিডিসিএ-র সভাপতিও প্রয়াত বিজেপি মন্ত্রীর পুত্র। এই দলের মুখে পরিবারবাদ নিয়ে সমালোচনা শোভা পায় না।” প্রসঙ্গত এক সময় সংসদে ডিডিসিএ দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন কীর্তি ও যার জেরে ৩৯৮ কোটি টাকার দুর্নীতির সামনে আসে। তখন অরুণ জেটলির সঙ্গে সংঘাতের জেরে বিজেপি ছাড়েন আজ়াদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement