Tim Paine

Tim Paine: রোহিত, ঋষভরা বিশৃঙ্খল! মারাত্মক অভিযোগ প্রাক্তন অজি অধিনায়ক পেনের, কী অপরাধ ভারতের

করোনা বিধি ভেঙে মেলবোর্নের রেস্তোরাঁয় রোহিতদের খেতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পেন। তাঁর দাবি, রোহিতদের জন্য তাঁদের পরিবারে উদ্বেগ তৈরি হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৫:২৯
Share:

টিম পেন। ফাইল ছবি।

রোহিত শর্মা, ঋষভ পন্থদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। অভিযোগকারী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেন।

Advertisement

গত বছর ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের কথা বলেছেন পেন। তাঁর অভিযোগ, ভারতীয় দলের চার-পাঁচ জন সদস্য করোনার জৈব বলয় মানেননি। ফলে সম্পূর্ণ সিরিজটাই অত্যন্ত ঝুঁকির হয়ে উঠেছিল। শুভমন গিল, পৃথ্বী শ এবং নভদীপ সাইনির বিরুদ্ধেও অভিযোগ করেছেন পেন।

ভারত-অস্ট্রেলিয়ার ওই টেস্ট সিরিজ নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। সেখানেই মুখ খুলেছেন পেন। কী ‘অপরাধ’ করেছিলেন রোহিতরা? মেলবোর্নের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা। মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। পেনের অভিযোগ, ম্যাচ জেতার পরের দিনেই করোনা বিধি না মেনে ভারতীয় দলের সহ-অধিনায়ক (রোহিত) কয়েক জন ক্রিকেটারকে নিয়ে রেস্তোরাঁয় খেতে যান।

Advertisement

রোহিতদের রেস্তোরাঁয় খাওয়ার ভিডিয়ো নেটমাধ্যমে চলে আসায় সে সময় হইচই শুরু হয়। যদিও পাঁচ ক্রিকেটারের কেউই করোনা আক্রান্ত হননি। পেন বলেছেন, ‘‘ওরা চার-পাঁচ জন গোটা সিরিজটাকে অত্যন্ত ঝুঁকির করে তুলেছিল। যাই খেতে যাক, ওদের আচরণ আমার কাছে খুবই স্বার্থপরের মতো লেগেছিল।’’ পেনের মতে রেস্তোরাঁয় বহু মানুষ খেতে আসেন। জৈব বলয় ভেঙে সেখানে খেতে যাওয়া উচিত হয়নি রোহিতদের। সংক্রমণ ছড়ালে দু’দলকেই ভুগতে হত। বিরক্ত পেন সমালোচনার সুরে বলেছেন, ‘‘বড় দিনের সময় আমরা অনেকেই পরিবারকে ছেড়ে ছিলাম। মাত্র কয়েকটা ছেলের জন্য সকলের মধ্যে উদ্বেগ তৈরি হবে, এটা ঠিক নয়। ওই সময় আমাদের অনেক কিছুই ছাড়তে হয়েছিল। একটা দল সব নিয়ম কঠোর ভাবে মেনে চলছিল। অথচ আরেকটা দল নিয়ম হালকা ভাবে নিয়েছিল।’’ ভারতীয় ক্রিকেটারদের বিবেচনা বোধ নিয়েও প্রশ্ন তুলেছেন পেন।

সেই সিরিজের ভারতীয় অধিনায়ক অজিঙ্ক রহাণে অবশ্য পেনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রহাণের দাবি, ‘‘ওরা কেউই রেস্তোরাঁয় খেতে যায়নি। খাবার আনতে গিয়েছিল। খারাপ আবহাওয়ার জন্য হোটেলে ফিরতে পারছিল না। রেস্তোরাঁর ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু সেই ঘটনাটা খুব খারাপ ভাবে উপস্থাপিত করেছিল ওখানকার সংবাদমাধ্যম।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement