স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন জাডেজা। —ফাইল চিত্র
স্কটল্যান্ডকে শুক্রবার দুরমুশ করে ভারত। নেট রান রেট বাড়িয়ে নেয় অনেকটা। সেমিফাইনালে যাওয়ার জন্য যা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সাংবাদিক বৈঠকে রবীন্দ্র জাডেজাকে শুধু এই ম্যাচ নয়, প্রশ্ন করা হয় আফগানিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে।
ভারতের সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে আফগানিস্তানকে। কিন্তু যদি আফগানিস্তান হেরে যায় তা হলে ভারতের আশা শেষ। এক ভারতীয় সাংবাদিক জাডেজাকে প্রশ্ন করেন, “আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড হারলে আমাদের সুযোগ রয়েছে। যদি নিউজিল্যান্ড জিতে যায় তা হলে কী হবে?” উত্তরে জাডেজা বলেন, “ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব।”
স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন জাডেজা। টি২০ ক্রিকেটে এটাই তাঁর সেরা বোলিং। পরিস্থিতি কাজে লাগিয়ে স্কটল্যান্ডকে ৮৫ রানে শেষ করে দেয় ভারত। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের দাপটে মাত্র ৬.৩ ওভারে সেই রান তুলে নেয় ভারত।
নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ভারত। সেই ম্যাচে আফগানিস্তানের জয় দেখতে চাইবেন ভারতীয় সমর্থকরা।