India vs England Women Test

বাংলার দীপ্তিতে উজ্জ্বল ভারতীয় ক্রিকেট, ভেঙে গেল ২৫ বছরের বিশ্বরেকর্ড, ৩৪৭ রানে হার ইংল্যান্ডের

ইংল্যান্ডকে টেস্টে গুঁড়িয়ে দিলেন ভারতের মেয়েরা। দীপ্তি শর্মাদের স্পিনের দাপটে শেষ ইংরেজ ব্যাটিং। ২৫ বছরের রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত কৌরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১১:৩৯
Share:

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস ভারতীয় দলের। ছবি: এক্স।

ইতিহাস গড়লেন ভারতীয় মেয়েরা। ইংল্যান্ডকে বিশ্বরেকর্ড গড়ে হারালেন হরমনপ্রীত কৌরেরা। ভারত জিতল ৩৪৭ রানে। ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তারা। আড়াই দিনে টেস্ট জিতল ভারত। দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নিলেন ৯ উইকেট।

Advertisement

২৫ বছর আগে শ্রীলঙ্কা জিতেছিল ৩০৯ রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। পাকিস্তানকে হারিয়ে ছিল শ্রীলঙ্কা। শনিবার ভারত জিতল ৩৪৭ রানে। সেটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়।

টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে ছিল ভারত। চার জন ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক ম্যাচে শুভা সতীশ করেন ৬৯ রান। জেমাইমা রদ্রিগেজ (৬৮), যষ্টিকা ভাটিয়া (৬৬) এবং দীপ্তি শর্মা (৬৭) ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন। ৪৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষ বেলায় স্নেহ রানা ৩০ রান করেন। তাঁদের দাপটে ভারত প্রথম ইনিংসে ৪২৮ রান তোলে।

Advertisement

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৩৬ রানে। সেই ইনিংসে ৫ উইকেট তুলে নেন দীপ্তি। তাঁর দাপটেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তবে ভারত ফলো অন করায়নি। তারা ১৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। সেই ইনিংসে ৪৪ রান করেন হরমনপ্রীত। দীপ্তি ১৮ বলে ২০ রান করেন। ইংল্যান্ডের সামনে ৪৭৯ রানের লক্ষ্য রাখে ভারত। মেয়েদের ক্রিকেটে এর আগে এত বড় রানের লক্ষ্য কোনও দল দিতে পারেনি।

ঘরের মাঠে প্রথম বার ইংল্যান্ডকে হারাতে হরমনপ্রীতের দলকে ১০ উইকেট তুলতে হত। শনিবার সেই কাজ করতে ভারতের মেয়েরা সময় নিলেন ১ ঘণ্টা ৩৮ মিনিট। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়েছিল সকাল ৯.৫৯ মিনিটে। শেষ উইকেটটি পড়ে ১১.৩৭ মিনিটে। এ বারেও বড় ভূমিকা নেন দীপ্তি। তিনি তুলে নেন ৪ উইকেট। সেই সঙ্গে অবশ্যই কৃতিত্ব দিতে হবে পূজা বস্ত্রকারকে। মাত্র ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। একটি উইকেট নেন রেণুকা সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement